আজ ই-কমার্স দিবস পালন করছে ই-ক্যাব
৭ এপ্রিল ই-কমার্স দিবস পালন করছে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)। দেশের মানুষকে অনলাইনে কেনাকাটা করতে উৎসাহিত করার লক্ষ্য নিয়ে ই-ক্যাব এ দিবস পালন করছে। একই সঙ্গে এপ্রিল মাসকে ই-কমার্স মাস হিসেবেও পালন করছে সংগঠনটি। দিবসটি উপলক্ষে ই-ক্যাবের সদস্য ভুক্ত প্রতিষ্ঠানগুলো অনলাইনে বিশেষ ডিসকাউন্টও উপহার দিচ্ছে।
বাংলাদেশে বর্তমানে ইন্টারনেট সুবিধার অধীনে চার কোটি লোক ও এক কোটি ফেসবুক অ্যাকাউন্ট থাকলেও অনলাইনে এখনো পর্যন্ত কেনা-বেচার পরিমাণ উল্লেখযোগ্য নয়। এছাড়া দেশের প্রায় ৯৯ শতাংশ লোক এখনো ই-কমার্সের ক্রেতা হয়ে ওঠেনি।
বর্তমান দশককে অনেকেই ই-কমার্সে এশিয়ার উত্থানের দশক হিসেবে মনে করেন। যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বে ই-কমার্সের সবচেয়ে বড় বাজার এখন চীন। প্রতিবেশী দেশ ভারতেও ই-কমার্স খাতে ব্যাপক অগ্রগতি ঘটছে।
বাংলাদেশেও যাতে ই-কমার্সের ব্যাপক প্রসার ঘটে সে লক্ষ্য নিয়ে ই-ক্যাব এবারের ই-কমার্স দিবস পালন করছে। এখন থেকে ই-ক্যাব প্রতিবছর দিবসটি পালন করবে। ওয়েবসাইট: www.e-cab.net/
বিএ/আরআই