সুজানাকে তালাকের পর হৃদয় খানের ভিডিও বার্তা
কয়েকদিন থেকেই শোনা যাচ্ছিল হৃদয়-সুজানার সংসার ভাঙনের গুজব। তবে গুজব এবার সত্যি হল। সোমবার বিকেল চারটার দিকে মনিপুরী পাড়ার একটি কাজী অফিসে তালাক নামায় স্বাক্ষর করেন হৃদয় খান।
এরপর পরই নিজের ফেসবুক পেইজে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন হৃদয় খান।
ভিডিও বার্তায় হৃদয় খান বলেন, হ্যালো ফ্রেন্ডস, আপানাদের সবার উদ্দেশে আমার একটা কথা বলতে চাই। আপনারা সবাই জানেন আমি প্রচণ্ড পরিমাণ ভালোবেসে সুজানকে বিয়ে করেছি গত বছর ১ আগস্ট। কিন্তু আজ থেকে, আজ ৬ এপ্রিল থেকে আমাদের আর সংসার করা হচ্ছে না। এবং আমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে আসলে সংসারটা আর হচ্ছে না। আমরা মিউচুয়ালি সেপারেশনে যাচ্ছি। আমার জন্য দোয়া করবেন সবাই।
এএ