কানাডার চলচ্চিত্র উৎসবে ভুবন মাঝি


প্রকাশিত: ০৭:৪১ এএম, ২২ ফেব্রুয়ারি ২০১৭

কানাডাভিত্তিক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব সাউথ এশিয়ায় (আইএফএফএসএ) শুরু হতে যাচ্ছে। কানাডার টরন্টোতে অনুষ্ঠেয় এই উৎসবের পর্দা উঠবে আগামী ১১ই মে। চলবে ২২শে মে পর্যন্ত। এবারের উৎসবে দক্ষিণ এশিয়ার ৪০টি ছবি প্রদর্শনের কথা রয়েছে।

তারমধ্যে বাংলাদেশ থেকে আমন্ত্রণ পেয়েছে ফাখরুল আরেফিনের পরিচালনায় ‌নির্মিত ‘ভুবন মাঝি’ চলচ্চিত্রটি।  উৎসবে ছবিটি প্রদর্শিত হবে ২১ মে।

এ প্রসঙ্গে ফাখরুল আরেফিন জাগো নিউজকে বলেন, ‘অনেক প্রত্যাশা নিয়ে ছবিটি বানিয়েছি। মানুষ ছবিটি দেখবে, দেশ ও প্রিয়জনকে ভালোবাসবে হৃদয়ের সবটুকু দিয়ে। সেই উদ্দেশ্যের পথে ‘ভুবন মাঝি’র কানাডার চলচ্চিত্র উৎসবে ডাক পাওয়ায় আনন্দিত আমি।’

তিনি আরো বলেন, ‘দূর দেশের প্রবাসীরা অপেক্ষায় থাকেন এমন উৎসবগুলোর; যেখানে তারা নিজ দেশের চলচ্চিত্র দেখার সুযোগ পান। কানাডায় বাংলাদেশি প্রবাসীদের সামনে ছবিটি প্রদর্শিত হবে ভেবে ভালো লাগছে। আশা করছি ‘ভুবন মাঝি’ ছবির প্রথম বিদেশ সফর হবে ভালোবাসায় সিক্ত এক ভ্রমণ।’

ফখরুল আরেফিনের পরিচালনায় ‘ভুবন মাঝি’ ছবিটিতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন কলকাতার অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও ঢাকার অভিনেত্রী অপর্ণা ঘোষ। এতে আরো আছেন মাজনুন মিজান, নওশাবা, ‍সুষমা সরকার প্রমুখ। মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত এই ছবি মুক্তি পাচ্ছে মার্চ মাসে।

প্রসঙ্গত, এছাড়াও কানাডার উৎসবটিতে বাংলাদেশ থেকে প্রদর্শনীর জন্য আমন্ত্রণ পেয়েছে ‘মাটির প্রজার দেশে’ ও ‘লাইভ ফ্রম ঢাকা’ নামের দুটি চলচ্চিত্র। এরমধ্যে ‘মাটির প্রজার দেশে’ ছবিতে অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, রোকেয়া প্রাচী, কচি খন্দকার প্রমুখ। আর ছবিটি পরিচালনা করেছেন বিজন।

অন্যদিকে আবদুল্লাহ মোহাম্মদ সাদের পরিচালনায় ‘লাইভ ফ্রম ঢাকা’ ছবিতে অভিনয় করেছেন মোস্তফা মনোয়ার ও তাসনোভা তামান্না।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।