৩ দিনে ১০ লাখ ছাড়িয়ে তোমার পিছু পিছু (ভিডিও)


প্রকাশিত: ১২:৩৯ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৭
ছবি : অপূর্ব অভি

এবারের ভালোবাসা দিবসে ক্লোজআপ কাছে আসার অফলাইন গল্প নিয়ে তিনটি নাটক প্রচার হয়েছে। এরমধ্যে দর্শকপ্রিয়তা ও ইউটিউব ভিউয়ে সবচেয়ে এগিয়ে ‘তোমার পিছু পিছু’ শিরোনামে নাটকটি। মাত্র ৩ দিন না যেতেই ১০ লাখের বেশি দর্শক নাটকটি দেখেছেন! চোখে পড়েছে হাজারও প্রশংসাসূচক মন্তব্য।

মনসুর আহমেদের গল্পে এটি নির্মাণ করেছেন জনপ্রিয় নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ। তিনি তার নির্মাণ মুন্সিয়ানায় আবারও প্রশংসায় ভাসছেন!

জাগো নিউজের সঙ্গে আলাপে নির্মাতা বান্নাহ বলেন, ‘তোমার পিছু পিছু’ নাটকটি প্রচারের পর থেকে সকলের প্রশংসা আমাকে মুগ্ধ করেছে। মুঠোফোনে, ফেসবুকে সবাই এতো প্রশংসা করছেন সেটা ছিল কল্পনাতীত!’

‘তোমার পিছু পিছু’ নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শোবিজের জনপ্রিয় দুই তারক; অলরাউন্ডার তাহসান খান ও লাক্স তারকা বিদ্যা সিনহা মিম।

নাটকটি প্রচারের পর থেকে তাহসান অভিনয়ের প্রতি নতুন প্রেরণা পেয়েছেন। তিনি তার ভেরিফায়েড ফেসবুকে লিখেছেন, ‘গত ঈদের পর বলেছিলাম যে একই রকমের চরিত্রে কাজ করতে করতে আমি একটু বিরক্ত। বলেছিলাম নতুন কিছু না দিতে পারলে আর কাজই হাতে নেবনা। বেশকয়েকটি কাজের মধ্যে বান্নাহর ‘‘তোমার পিছু পিছু’’ নাটকে অভিনয় করে সকলের প্রশংসায় আমি মুগ্ধ। এভাবেই মুগ্ধতায় ডুবে থাকতে চাই যতদিন আছি আপনাদের পর্দার সামনে। ভালোবাসা সবার জন্যে।’   

বিদ্যা সিনহা মিম বলেন, ‘লাস্ট ৩ বছর আমি ভালোবাসা দিবসের স্পেশাল নাটকে কাজ করিনি। মনোযোগ ছিল ফিল্মে। এই নাটকের গল্পটা শুনে আমি লোভ সামলাতে পারিনি! তাছাড়া বান্নাহ ভাই, তাহসান ভাইয়ের সঙ্গে এই কাজটি আমার নাটক অভিনীত নাটকগুলোর মধ্যে অন্যতম সেরা সাফল্য। এই নাটকের সঙ্গে সম্পৃক্ত টিম এবং দর্শকদের কাছে আমি কৃতজ্ঞ।’

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, ‘তোমার পিছু পিছু’ নাটকটি বাংলাভিশনের প্রচারের পর ক্লোজআপ বাংলাদেশের অফিশিয়াল ইউটিউব চ্যানেল ছাড়াও আরও বেশকিছু চ্যানেলে প্রকাশ হয়েছে। সবমিলিয়ে দর্শক দেখেছেন ১৩ লাখের বেশি। এছাড়া এই নাটকের টিজারটি ফেসবুক-ইউটিউবে অল্পকিছুদিনে ভিউ পড়েছে ১৭ লাখের বেশি। যেটি ইউটিউবে বাংলাদেশি নাটকের ভিউ’র ক্ষেত্রে বিরল!

‘তোমার পিছু পিছু’ দেখে নিন ইউটিউবে :




এনই/এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।