‘ভিন্ন’ পথে ক্যারিয়ার শুরু করছেন আমির খানের মেয়ে


প্রকাশিত: ০৩:৩১ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৭

বাপ যেমন মেয়ে তেমন। আমির খানের মেয়ে ইরা খান। অ্যাক্টিং নয়, মিউজিকেই ক্যারিয়ার শুরুর সিদ্ধান্ত নিলেন তিনি। সুরকার রাম সম্পতের সহযোগী হিসেবে।

অধিকাংশ সিনেমাতেই দেখা যায় আমিরকে। চকোলেট হিরো হিসেবে শুরু করলেও অভিনয়ের খাতিরে বার বার নিজেকে ভেঙেছেন আমির। যেমন দিল চাহতা হ্যায়, গজিনী, তারে জমিন পর, থ্রি ইডিয়টস’ দঙ্গল’। নিজের স্টার ইমেজ বদলে অভিনেতা আমিরের উত্তরণ ঘটেছে প্রতিটি ছবিতেই।

বাবার মতো ইরাও নিজের অন্য ‘ইমেজ’ তৈরি করতে চান। স্টারকিড হলেও শুরুটা তাই একটু অন্য রকমের করতে চাইছেন তিনি। স্টারকিডদের মতো হোম প্রোডাকশনের নৌকায় চড়ে পথচলা শুরু করেননি।

২০ বছরের ইরা আমিরের প্রথম স্ত্রী রীনা দত্তের মেয়ে। পরিবারের ঘনিষ্ঠরা জানিয়েছেন, ছোট থেকেই মিউজিকের দিকেই ঝোঁক তার। তবে পরিশেষে মিউজিককেই যে কেরিয়ার হিসেবে বেছে নেবেন এমনটা কেউ আন্দাজ করতে পারেননি। তবে গায়িকা নয়, গানের প্রোডাকশন নিয়ে কাজ করার ইচ্ছে তার।

তাই ক্যারিয়ার শুরু করছেন রাম সম্পতের সহযোগী হিসাবে। কিন্তু, রাম সম্পতই কেন? বলিউডে তো নামজাদা সুরকারের অভাব নেই। আমিরের ঘনিষ্ঠ একজন বলেন, রাম সম্পদের মিউজিক বরাবরই ভাল লাগে ইরার। সে জন্যই তার সঙ্গে কাজ করতে খুব সুবিধা হবে। রামের সুর করা ‘তলাশ’এর সবগুলো গানই ইরার ফেভারিট।

মেয়ের এই সিদ্ধান্তে এখনো পর্যন্ত মুখ খোলেননি আমির। ইরা ফিল্মি পরিবেশেই বড় হোন, তাই চেয়েছেন বরাবর। তবে নিজের ইচ্ছেকে জোর করে চাপিয়ে দেয়াটাও পছন্দ না আমিরের। কয়েকদিন আগে আমির বলেছিলেন, বাবা হিসেবে আমি খুবই সুখে আছি। নিজের জীবনে যা কিছু শিখেছি তাই ছেলেমেয়েদের শেখাতে চেয়েছি। সন্তানদের ওপর আমার পুরোপুরি ভরসা আছে। নিজেদের জীবনে তারা সঠিক সিদ্ধান্ত নেবে বলে আমার বিশ্বাস।

এমআরএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।