‘প্রক্সি’ দিতে গিয়ে প্রেম হয় সজল-উর্মিলার!


প্রকাশিত: ১১:৫৬ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৭

সজল ভীষণ সহজ সরল স্বভাবের একটা ছেলে। মানুষের বিপদ-আপদে সে সবসময় পাশে দাঁড়ায়। বন্ধুর অনুপস্থিতিতে সে অনেক সময় প্রক্সি দিয়ে ক্লাসে হাজিরা দেয়, বাইরের কাজেও সাহায্য করে।

এর মধ্যে কোনো একটি কাজের প্রক্সি দিতে গিয়ে উর্মিলার সঙ্গে পরিচয় হয় সজলের। তারপর সেই প্রক্সির জেরেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে! এর পরের গল্পটা ভিন্ন।  

এমন গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে নাটক ‘প্রক্সি’। সৈয়দ ইকবালের রচনায় নাটকটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা রনি।

নাটকটি প্রসঙ্গে উর্মিলা জাগো নিউজকে বলেন, ‘নাটকের গল্পের প্লটটা আমার কাছে ভীষণ মজা লেগেছে। আর সজলের সঙ্গে এর আগে বেশকিছু নাটকে কাজ করেছি। সবগুলো কাজই দর্শকপ্রিয়তা পেয়েছে।’

লাক্সতারকা আশা করছেন, ‘প্রক্সি’ নাটকটি সবার কাছে ভালো লাগবে।

নির্মাতা সূত্রে জানা গেছে, এ নাটকটি নির্মাণ কাজ শেষ হয়েছে গেল বৃহস্পতিবার। এখন রয়েছে সম্পাদনার টেবিলে। দিনক্ষণ চূড়ান্ত না হলেও নাটকটি চ্যানেল আইতে প্রচার হওয়ার কথা রয়েছে।

এনই/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।