আবারও দুই খানের বিগ ফাইট


প্রকাশিত: ১১:৪২ এএম, ০৪ এপ্রিল ২০১৫

একদমই না। মারামারির কোন খবর নয় এটা। বলা হচ্ছে বহুদিন পর আমির খানের ক্রিসমাস-এ ভাগ বসাতে চলেছেন শাহরুখ খান।

একজন মিস্টার পারফেকশনিস্ট। অন্যজন বসে আছেন বলিউড বাদশাহর উপাধি নিয়ে। তাই এ দুই মহাতারকার ছবি একসময়ে মুক্তি পাওয়াটা তাদের অস্থিত্বের জন্য বিগ ফাইটই বটে!

বিগত কয়েক বছর ধরে বড়দিনের মৌসুমকে নিজের ছবি মুক্তির আদর্শ সময় হিসেবে বেছে নিয়েছেন আমির। বলতে গেলে ক্রিসমাসের সিজনে একচ্ছত্র রাজ চলে তার। সেইভেবে এবারও ভাবছিলেন নতুন ছিবি  ‘দঙ্গল’ মুক্তি দিবেন ক্রিসমাসে। কিন্তু এবার তার মৌসুমের ভাগ নিতে মুক্তি পাবে শাহরুখ-কাজলের নতুন ছবি ‘দিলওয়ালে’ও।

রোহিত শেটির আপকামিং ছবি ‘দিলওয়ালে’। যে ছবিতে প্রায় পাঁচ বছর পর আবার দেখা যাবে শাহরুখ-কাজল যাদু। রোহিত ঠিক করেছেন এই ক্রিসমাসে পর্দা জুড়ে মুক্তি দিবেন ‘দিলওয়ালে’কে।

পরিচালক এক সাক্ষাৎকারে জানিয়েছেন, এটি পুরোদস্তুর এন্টারটেইনিং একটা সিনেমা হতে চলেছে। আর এটাই হবে চলতি বছরের সেরা ছবি। বলা চলে আমিরকে অনেকটা হুমকিই দিলেন রোহিত।

অন্যদিকে ‘দঙ্গল’ ছবিতে কুস্তিবিদ মহাবীর ফোগটের চরিত্রে অভিনয় করতে চলেছেন আমির।

মুখোমুখি হওয়ায় এই দুই তারকার কার কেমন অনুভূতি সেটা ঠিক করে বলা না গেলও দর্শকরা যে দুই খানের ছবি একসাথে পেয়ে আনন্দে আটখানা হবেন সেটা অনুমেয়।

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।