ব্যস্ত মানুষের কলিংবেল


প্রকাশিত: ১০:৫৬ এএম, ০৪ এপ্রিল ২০১৫

জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল দেশ টিভিতে প্রচারিত হচ্ছে ধারবাহিত নাটক ‘কলিংবেল’। প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত ৯টা ৪৫ মিনিটে প্রচার হবে শহুরে জীবনের গল্প নিয়ে নির্মিত এই ধারবাহিকটি।

ইমরাউল রাফাতের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন আব্দুল্লাহ রানা, সানজিদা প্রীতি, সাজু খাদেম, মিশু সাব্বির, তানজীকা আমিন, এ্যালেন শুভ্র, আইরিন আফরোজ ও আরও অনেকে।

কলিংবেল সম্পর্কে পরিচালক জাগোনিউজকে বলেন, ‘গল্পে দেখা যাবে প্রিয় নগরী ঢাকায় বাস কিছু মানুষের জীবন যাপনের চিত্র। নাটকের চরিত্রেরা আমাদের খুব পরিচিত, খুব কাছের। আশা করি নাটকটি সবাইকে ভিন্ন আমেজের বিনোদন দেবে।’

কাহিনী সংক্ষেপ
ব্যস্ততম শহর এই ঢাকা। প্রায় ২ কোটি লোকের বাস। প্রতিদিন কত রঙের মানুষের আগমন হয় এই শহরে। আবার দীর্ঘ জীবন যাপনের পর কেউ নিচ্ছে বিদায়ের প্রস্তুতি। জীবন যেখানে ঘড়ির কাঁটার মত শুধু চলছেই তো চলছে, সেখানে একে অপরকে নিয়ে ভাবার সময় কোথায়! নিজের অস্তিত্ব টিকিয়ে রাখা যখন প্রধান লক্ষ্য তখন পাশের বাসার মানুষটি খেতে পারছে নাকি পারছে না সেটা নিয়েই বা কে ভাবছে? মানুষ শুধু ছুটছে। কেউ টাকার পেছনে, কেউ ক্ষমতার পেছনে, কেউ নিষিদ্ধ নগরীর পরীর পেছনে কেউ বা আবার ছুটে চলছে অজানা কোন এক মায়ার টানে। সবার উদ্দেশ্য একটাই, কাঙ্খিত লক্ষ্যে পৌঁছানো। ছুটে চলা এমনকিছু মানুষকে নিয়েই ‘কলিংবেল’!

ঢাকার তেজগাঁওয়ের ব্যাস্ততম একটি এলাকা নাখালপাড়ায় আফসার আমিন ও তাঁর পরিবারের বসবাস। বাবার রেখে যাওয়া বাড়িতে আফসার সাহেব তাঁর পরিবার নিয়ে সুখেই আছে। পরিবার বলতে নিজের ছোট ভাই রুহুল আমিন, বড় ছেলে ইসহাক আমিন, বড় মেয়ে শিউলি আমিন, ছোট ছেলে পারভেজ আমিন আর আছে এই পরিবারে সবার মধ্যমণি লিপি।

যদিও লিপি আফসার সাহেবের বোনের মেয়ে, বোনের মৃত্যুর পর এই মেয়েকে তিনি তাঁর কাছে এনে রেখেছে। এবং ছোট বেলা থেকে অন্যান্য ছেলে মেয়ের মতই তাঁকে আদর দিয়ে মানুষ করছে। এই হল আফসার সাহেবের পরিবার। এই শহরে ঘটে যাওয়া ঘটনা আর আফসার সাহেবের পরিবারের সবার সুখ, দুঃখ, হাসি, কান্নার বিভিন্ন ঘটনা নিয়েই কলিংবেল!

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।