মেরিলিন মনরো সানি লিওন (ছবি ও ভিডিও)
সত্যি তাই। কালজয়ী হলিউডি অভিনেত্রী মেরিলিন মনরোর সাজে তারই একটি বিখ্যাত ভঙ্গিমায় হাজির হলেন বলিউড সেনসেশন সানি লিওন।
সাদা ফ্রক আর রাঙ্গা ঠোঁটের মেরিলিন মনরো দাঁড়িয়ে আছেন মোহনীয় চাহনিতে। উড়ো বাতাস হামলে পড়েছে যেন হলিউডের স্বর্ণকেশীর গায়ে। সেই বাতাসের হামলায় দুষ্টু কাপড়কে সামলে রাখতে হিমশিম খাচ্ছেন আবেদনময়ী নায়িকা। এ ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা মেরিলিন মনরোর ট্রেডমার্ক পোজ। এবার সেই পোজেই দেখা যাবে ইন্দো-কানাডীয় অভিনেত্রী সানি লিওনকে।
সম্প্রতি মুক্তি পেয়েছে সানি লিওনের নতুন সিনেমা ‘কুছ কুছ লোচা হ্যায়’র ট্রেইলার। সেখানেই দেখা গেল মেরিলিনরূপী সানির ঝলক।
কমেডি ধর্মী এ সিনেমাতে দেখা যাবে ৪৫ বছর বয়সী এক ব্যাক্তি যিনি বিবাহিত হয়েও সুন্দরী এক নারীর প্রেমে পড়েন। তাকে ঘিরে তার দিবারাত্রি আকাশ পাথাল স্বপ্ন।
সিনেমার পরিচালক দেভাং পাটেল ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস ইন্ডিয়াকে বলেন, ‘হাস্যরসের ভরপুর একটি ছবি ‘কুছ কুছ লোচা হ্যায়’। এখানে রাম কাপুর ও সানি লিওনের অভিনয় সবার ভালো লাগবে আমি নিশ্চিত।’
পরিচালক আরো জানালেন, আগামী ৮ মে ছবিটি মুক্তি পাবে।
এলএ/আরআই