লিজার সাথে প্রত্যয়ের গান
বাবা দেশ বরেণ্য সুরকার রিপন খান। বড় ভাই দেশের সেরা কণ্ঠতারকাদের একজন হৃদয় খান। বাবা-ভাইয়ের মতোই গানের ভুবনে নিজেকে মেলে ধরার প্রয়াস চালাচ্ছেন প্রত্যয় খান।
ছোট বলেই ছোট নন প্রত্যয়। আরো দুই বছর আগেই বড়দের গায়ক ও সঙ্গীত পরিচালক হিসেবে অভিষেক হয়েছে তার। সম্প্রতি এই কিশোর গায়ক আলোচনায় এলেন ক্লোজআপ ওয়ান তারকা শিল্পী সানিয়া সুলতানা লিজার সাথে দ্বৈত কণ্ঠ দিয়ে।
আসছে পহেলা বৈশাখ উপলক্ষ্যে একটি মিক্সড অ্যালবামের জন্য ‘তুই চাইলে আনতে পারি’ শিরোনামে একটি গানে অংশ নিলেন এই দুই শিল্পী। গানের কথা লিখেছেন নাট্য নির্মাতা জিয়াউদ্দিন আলম। সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন প্রত্যয় খান নিজেই।
প্রত্যয় জাগোনিউজকে বলেন, ‘আলম চাচ্চুর সাথে এর আগে ইমরানের গাওয়া ‘পাগল এই মন’ গানটি আমার করা ছিল। সেই গানটি জনপ্রিয়ও হয়েছে। তারই ধারাবাহিকতায় ‘তুই চাইলে আনতে পারি’ গানটি করা। আর লিজা আপার গান শুনেছি। উনি ভালো মাপের একজন শিল্পী। উনার সাথে কাজ করে আমি উচ্ছ্বসিত। শ্রোতাদের কাছে অনুরোধ থাকবে, অন্যের মুখে শুনে নয়, নিজে গানটা একবার শুনে দেখুন। ভালো লাগবেই।’
গানটি গাওয়া প্রসঙ্গে লিজা বলেন, ‘গান পাগল পরিবারের ছেলে প্রত্যয়। ছোট হলেও ও ভালো কাজ করে। এই গানটিও খুব দারুণ হয়েছে। শ্রোতাদের ভালো লাগবে বলেই বিশ্বাস আমার। আর আলম ভাইকে ধন্যবাদ, উদীয়মান সঙ্গীত তারকা প্রত্যয়ের সাথে গানের সুযোগ তৈরি করেছেন বলে।’
গত ২ এপ্রিল সন্ধায় নিকেতনে রিপন খানে ষ্টুডিও ‘ইকিউ’তে গানটির ভয়েস দিয়েছেন তারা দুই জন। জিয়াউদ্দিন এর আয়োজনে এই বৈশাখে জিসান মাল্টিমিয়ার ব্যানারে ’গান মেলায়’ প্রকাশিত হবে মিশ্র অ্যালবামটি।
খুব দ্রুত গানটির মিউজিক ভিডিও বাজারে আসবে বলে জানালেন জিয়াউদ্দিন আলম। বৈশাখের আগেই গানটির প্রমো ইউটিউবে ছাড়া হবে।
এলএ/আরআই