গ্র্যামি অ্যাওয়ার্ডে ইতিহাস গড়লেন অ্যাডেলে


প্রকাশিত: ১২:২৭ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৭
ছবি : অ্যাডেলে

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে স্টেপলস সেন্টারে গতকাল রোববার (১২ ফেব্রুয়ারি) বসেছে ৫৯তম গ্র্যামি অ্যাওয়ার্ডের আসর।

সেখানে বিশ্বের রথি-মহারথি সব পপ তারকাকে পেছনে ফেলে পাঁচটি পুরস্কার জিতে ইতিহাস গড়লেন ২৮ বছর বয়সী সংগীত তারকা অ্যাডেলে।

বিশ্বসংগীতের এ মর্যাদাপূর্ণ আসরে ‘হ্যালো’ জিতল বছরের সেরা গান আর রেকর্ডের শিরোপা। বছরের সেরা অ্যালবাম হলো ‘২৫’।

সেরা পপ সোলো পারফরম্যান্স এবং সেরা পপ ভোকাল অ্যালবাম বিভাগেও তিনিই হয়েছেন সেরা।

গেল বছর মারা গেছেন জর্জ মাইকেল। তাঁকে ‘হ্যালো’ আর ‘ফার্স্ট লাভ’ গানে শ্রদ্ধা জানিয়েছেন অ্যাডেলে।

এনই/এলএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।