ছোট পর্দায় ফিরছেন বিদ্যা


প্রকাশিত: ১০:০২ এএম, ০২ এপ্রিল ২০১৫

তার ক্যারিয়ারের শুরুটা হয়েছিল ছোট পর্দাতেই। তারপর ক্রমান্বয়ে খ্যাতি পেয়েছেন বলিউড অভিনেত্রী হিসেবে। নিজেকে নিত্য নতুন করে তুলে ধরাই বিদ্যা বালানের স্বভাব।

সিনেমার প্রয়্জেনে সবসময় ভিন্ন কিছু করার চেষ্টা করেন তিনি। এবার নিজেকে বিদ্যা নিয়ে আসছেন অনুষ্ঠান উপস্থাপক হিসেবে সেই আদি কালের ছোট পর্দায়।

একটি টক শোর উপস্থাপনা করতে যাচ্ছেন বিদ্যা। মার্কিন টিভি উপস্থাপিকা অপরা উইনফ্রের শোর আদলে তৈরি হবে এ টক শো। খবর ইন্ডিয়া টুডের।

জানা গেছে বিদ্যার সঞ্চালিত টক শোর শুটিং হবে হলিউড স্টুডিওতে। আর তা প্রচার হবে আমেরিকান টেলিভিশন নেটওয়ার্কে। সে জন্যই বিদ্যার যত প্রস্তুতি। আগামী ছয় মাস চলচ্চিত্রের জন্য কোনো শিডিউল নেই তার।

এ মুহূর্তে নতুন কোনো ছবিতেও চুক্তিবদ্ধ হচ্ছেন না।

বিদ্যার ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, এমন একটি অনুষ্ঠানের জন্য ভালোমতো প্রস্তুতি নেয়া চাই। তাই নতুন করে কোনো চলচ্চিত্রের কাজ নিচ্ছেন না তিনি। টক শো’র শুটিং করতে চলতি বছরের অর্ধেকটা সময় পার হয়ে যাবে।

মাত্র কয়েক দিন হলো মোহিত সুরী পরিচালিত চলচ্চিত্র ‘হামারি আধুরি কাহানি’র শুটিংয়ের কাজ শেষ করলেন। তার পরের ছবিটা কি হবে, এ নিয়ে আগ্রহী ভক্তরা। শোনা যাচ্ছিল, এই মুহূর্তে সুচিত্রা সেনের আত্মজীবনীমূলক ছবির প্রস্তাব আছে বিদ্যার কাছে। তবে এ দুই ছবিটি তিনি করছেন না বলে সাফ নাকি জানিয়ে দিয়েছেন।

এলএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।