ব্যোমকেশ বক্সীর অাঙ্গুরী দেবী স্বস্তিকা (ভিডিও)


প্রকাশিত: ০৭:৩২ এএম, ০২ এপ্রিল ২০১৫

বলিউডে মুক্তির অপেক্ষায় থাকা ‘ডিটেকটিভ ব্যোমকেশ বকশী’তে খোলামেলা হয়ে অন্তরঙ্গ দৃশ্যে হাজির হয়ে হৈ চৈ ফেলে দিয়েছেন কলকতার বঙ্গ ললনা স্বস্তিকা মুখোপাধ্যায়। চারদিকে এখন কেবলই তার সাহসী অভিনয়ের জয়জয়কার। অবশ্য সমালোচনাও কম সইতে হচ্ছে না।

সে যাকগে। জানা গেছে হিন্দী ব্যোমকেশ বক্সীতে টালিউডের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়কে অাঙ্গুরী দেবী চরিত্রে দেখা যাবে।


সেই সাজে তাকে সাজিয়ে তুলেছেন ডিজাইনার মনীশ মালহোত্রা। পূর্বে উত্তমকুমারের পর আবির চট্টোপাধ্যায় থেকে ধৃতিমান চট্টোপাধ্যায় পর্যন্ত নানা অভিনেতার হাত ধরে শরদিন্দুর ব্যোমকেশকে দেখেছে বাঙালি দর্শক। তবে বলিউডের ব্যোমকেশ কেমন হয় তা দেখতে আগ্রহী সারা ভারতের সিনেমাপ্রেমীই। একজন বাঙালি পরিচালকের হাতে বাংলা ভাষার বাইরে ব্যোমকেশের কাহিনী কেমন রূপ পায় তার অপেক্ষায় সত্যান্বেষীর ভক্তরা।

তবে আপাতত আশাবাদী স্বস্তিকা জানান, ‘হিন্দি ব্যোমকেশ ফাটিয়ে দেবে বলে আমার বিশ্বাস। সেই সাথে আমি নিজেও অপেক্ষায় আছি বড় পর্দায় ছবিটি দেখার জন্য।’

পরিচালক দিবাকর বন্দ্যোপাধ্যায়ের ডিটেকটিভ ব্যোমকেশ বকশীও পিরিয়ড ফিল্ম। সেখানে স্বস্তিকাকে দেখা যাবে পুরোনো দিনের বঙ্গ ললানা চরিত্রেই।  


বৃহস্পতি এখন এই নায়িকা তুঙ্গেই। বলিউডে নামী নামী পরিচালকরা ধরনা দিচ্ছেন সাহসী অভিনয়ের সুযোগ আছে এমন ছবিতে অভিনয় করতে। স্বস্তা জনপ্রিয়তার স্রোতে গা ভাসাতে নারাজ ‘জাতিস্মর’ ছবির মায়া। তিনি একটু যাচাই বাছাই করেই কাজ করতে ভালো বাসেন।



এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।