মমর সঙ্গে শুভর প্রেমের গল্প (ভিডিও)
১০ এপ্রিল মুক্তি পাচ্ছে শিহাব শাহীন পরিচালিত প্রথম চলচ্চিত্র ছুঁয়ে দিলে মন। রোমান্টিক ঘরানার এই চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন আরেফিন শুভ, মম, মিশা সওদাগর, আলীরাজ, ইরেশ যাকের প্রমুখ।
এদিকে ছুঁয়ে দিলে মন নিয়ে ফেসবুকে মেতেছেন অভিনেত্রী জাকিয়া বারী মম। বুধবার নিজের ফেসবুকে ছবির নায়ক শুভর সঙ্গে একান্ত ছবিও পোস্ট করেছেন তিনি। ছবির ক্যাপশনে লিখেছেন -
আমাদের একটা গল্প আছে, প্রেমের গল্প.... পরিচালক শিহাব শাহীন এই গল্পের নাম দিয়েছেন ছুঁয়ে দিলে মন.... ১০ এপ্রিল সিনেমা হলে দেখতে আসুন...আবার প্রেমে পড়ুন বা হারিয়ে যাওয়া প্রেমটি কে নতুন করে ফিরে পান, নিজের মাঝে বা প্রিয় মানুষটির মাঝে....
জানা গেছে, ছুঁয়ে দিলে মন ছবিতে মোট ছয়টি গান রয়েছে। হাবিব ওয়াহিদের কণ্ঠ ও সুরে একটি গান ছাড়া বাকি সব গানের সংগীত পরিচালনা করেছেন নবীন সুরকার সাজিদ সরকার। এরই মধ্যে অবশ্য ছবিটির অডিও অ্যালবাম মুক্তি পেয়েছে।
এএ