মিলনের সুরে কুমার বিশ্বজিৎ


প্রকাশিত: ০৭:০৩ এএম, ০২ এপ্রিল ২০১৫

আসছে পহেলা বৈশাখ উপলক্ষে নতুন করে গাইলেন কিংবদন্তী সঙ্গীত শিল্পী কুমার বিশ্বজিৎ। জানা গেছে, বৈশাখে সিডি চয়েসের ব্যানারে বাজারে আসছে মিক্সড অ্যালবাম ‘মিলন হলো এত দিনে’। এখানে ‘বৃষ্টি ছুঁয়ে দেখ না’ শিরোনামের থাকছে কুমার বিশ্বজিতের এই গান।

তরুণ ও উদীয়মান সুরকার মিলনের সুর এবং আয়োজনে গানটি লিখেছেন স্নেহাশীষ ঘোষ। আর সঙ্গীত পরিচালনা করেছেন রেজওয়ান শেখ।

অ্যালবামটি সম্পর্কে কুমার বিশ্বজিৎ বলেন, ‘সময় হয়েছে নতুনদের কাছে দায়ক্ব বুঝিয়ে দেয়ার। এটা ভাবতে ভালো লাগে আমাদের পরবর্তী প্রজন্ম সে দায়িত্ব বুঝে নিতে তৈরি। বর্তমানে তরুণরা অনেক ভালো কাজ করছে। গানটির সুর ও সঙ্গীত আমার দারুণ লেগেছে। আশা করি গানটি সবার ভালো লাগবে।’

সুরকার মিলনের প্রশংসা করে তিনি বলেন, ‘মিলন যে এত ভালো সুর করে তা আমার জানা ছিলো না। ওর জন্য শুভ কামনা রইলো।’

কুমার বিশ্বজিতের গানে সুর করাকে সৌভাগ্য মেনে মিলন বলেন, ‘দাদা আমার সুরে গাইছেন এটা আমার জন্য বড় একটি পাওয়া। আমি ধন্য। চেষ্টা করেছি একটি ভালো সুর শ্রোতাদের উপহার দেবার।’

মিলন হলো এতদিনে অ্যালবামে কুমার বিশ্বজিৎ ছাড়াও গান গেয়েছেন কাজী শুভ, ইমরান, মিলন, স্বরলিপি, ইলিয়াছ হোসাইন, নাজু, নেসক্যাফে গেট সেট রক এর সাফায়েত, সেরাকন্ঠের সাগর, অয়ন চাকলাদার, রবিন এবং আশফা।

গান লিখেছেন শেখ সুমন এমদাদ, স্নেহাশীষ ঘোষ, আলিফ বিপু এবং ওমর ফারুক। অ্যালবামে মোট ১২টি গান রয়েছে। সবগুলো গানেরই সুর করেছেন মিলন।

এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।