সহিংসতায় ৮৫ দিনে ১৩০ জন নিহত : প্রধানমন্ত্রী


প্রকাশিত: ০২:৫৩ পিএম, ০১ এপ্রিল ২০১৫
ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া বিশ্বব্যাপী চলা জঙ্গিবাদ অনুসরণ করে চলেছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বিকেলে জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে তিনি একথা বলেন। এসময় তিনি জানান, বিএনপি-জামায়াতের সহিংসতায় ৮৫ দিনে ১৩০ জন নিহত হয়েছেন।

এসময় প্রধানমন্ত্রী তার বক্তব্যে আরও বলেন, `জঙ্গি সন্ত্রাসীরা যেই কর্মকাণ্ড করছে, ঠিক একই কর্মকাণ্ড তিনি করছেন এবং তার আন্দোলনের সাথে একেবারেই কোনো জনসম্পৃক্ততা নেই। সাধারণ নির্বাচন নিয়ে অনেক দাবি করে তারা ধংসাত্মক কর্মকাণ্ড করেছে। এটি শুধু তারা জানুয়ারি মাসে করেছে তাই নয়। ২০১৩ সালে নির্বাচন ঠেকানোর নামে প্রায় দেড়শোর উপর মানুষকে তারা হত্যা করেছে, আক্রমণ করে পুড়িয়ে হাজার হাজার মানুষকে তারা পঙ্গু করেছে। `

এসময় বিএনপিকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী আরও বলেন, `আমি মনে করি তাদের শুভবুদ্ধির উদয় হয়েছে, তারা এখন সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থী দিয়েছে। লেভেল প্লেয়িং ফিল্ডের সুর তুলে এখন যদি তারা পিছু হটে, তবে তাদের দৃষ্টিতে কোনটি লেভেল প্লেয়িং ফিল্ড হবে সেটিই বোধগম্য নয়। `

এআরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।