চলে গেলেন চলচ্চিত্র নির্মাতা মাজুরস্কি


প্রকাশিত: ০৪:০৯ এএম, ০২ জুলাই ২০১৪

হলিউডের বিখ্যাত পরিচালক পল মাজুরস্কি হৃদরোগে আক্রান্ত হয়ে লস অ্যাঞ্জেলসের সিদারস-সিনাই মেডিকেল সেন্টারে মৃত্যুবরণ করেন। সোমবার এই হলিউডের চলচ্চিত্র নির্মাতা চলে যান না ফেরার দেশে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

মাজুরস্কি পরিচালনা ও প্রযোজনার পাশাপাশি লেখক এবং অভিনেতা হিসেবেও পরিচিত ছিলেন। পরিচালক ও লেখক হিসেবে তিনি পাঁচবার অস্কার পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন।

মাজুরস্কি বিখ্যাত চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে \`বব অ্যান্ড ক্যারল অ্যান্ড টেড অ্যান্ড এলিস\`, \`এন আনমেরিড উইম্যান\`, \`এনিমিস, অ্যা লাভ স্টোরি\`, \`হ্যারি অ্যান্ড টন্টো\`। টিভি সিরিয়ালগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো: \`দ্য সোপ্রানস\`, \`কার্ব ইউর এনথিউসিয়াজম\`, \`ওয়ানস অ্যান্ড অ্যাগেইন\`।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।