অপূর্ব রুমার লজ্জা


প্রকাশিত: ০৯:৫৫ এএম, ০১ এপ্রিল ২০১৫

আবারো জুটি বেঁধে কাজ করলেন ছোট পর্দার জনপ্রিয় দুই তারকা অভিনয় শিল্পী অপূর্ব ও ফারাহ রুমা। রুম্মন রশীদ খানের রচনায় এই বিশেষ নাটকটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী।

দাম্পত্য অনুভূতির রোমান্টিক ঘরানার এ নাটক সম্পর্কে রুমা বলেন, ‘অনেকদিন পর ভালো লাগার মতো একটা নাটকে কাজ করলাম। আশা করছি দর্শকরাও নাটকটি উপভোগ করবেন।’

রুমা জানালেন, নাটকের গল্পে দেখা যাবে তমা ও আসিফ দম্পতির জীবন-যাপন। সম্পূর্ণ পারিবারিক ভাবেই ওদের বিয়ে হয়। বাসর রাতে তমা আর আসিফ একা নয়, ওদের সঙ্গে ঘরে ঢুকে বসে আছে আরশোলা। তমা সহসী কিন্তু আরশোলাকে ভিষন ভয় পায়। মজার ব্যপার হলো আসিফ আরশোলাকে বেশি ভয় পায়। কিন্তু বাসর রাতে স্ত্রীর কাছে পুরুষত্ব জাহির করার জন্য এখর তাকে আরশোলা মারতেই হবে। কিন্তু কাকতালীয় ভাবে আরশোলাটি চলে যায়। আসিফের সাহস দেখানোর আগেই। তমা ক্রিকেট বলতেই অজ্ঞান, কিন্তু আসিফের পছন্দ তমাকে নিয়ে রোমান্টিক ছবি দেখা। এই ভাবে মিল আর অমিলের মধ্যে চলতে থাকে তাদে সংসার। তমা মনে করে তার স্বামীর মধ্যে মেয়েলি স্বভাব আছে। এই নিয়ে সে চিন্তিত হয়ে পড়ে। কিন্তু এভাবে আর চলতে পারে না, স্বামীকে নিয়ে ভাবতে থাকে তমা। একটা পর্যায় সে বুঝতে পারে যে, তার স্বামী আর দশটা পুরুষের মতো ক্রাইটেরিয়া পূর্ণ করেনা। তবে সে মোটেও মেয়েলি স্বভাবের নয়। পাগলের মতো তমাকে ভালোবাসে আসিফ।’

রুমা আলো বলেন, ‘গল্পের এক পর্যায়ে সব বিবেচনায় তমা অনুভব করে যারা স্ত্রীর কোনো খবন রাখেনা, স্ব্রীকে মারধর করে, পরকীয়ায় মত্ত থাকে তাদেরকে কি পুরুষ বলা যায়? তারাতো মেরুদন্ডহীন প্রাণী। আসিফ তাদের থেকে ভিন্ন, ভালো।’

নাটকটি ২ এপ্রিল বৃহস্পতিবার রাত  ৮টায় জিটিভিতে প্রচার হবে।

এলএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।