মুস্তফা কামালকে আসিফের স্যালুট
বিষয় যখন দেশ-তখন সবাই এক। এইতো আদর্শ নাগরিকের বৈশিষ্ট্য। দেশের সম্মান রক্ষার্থে ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা আইসিসির মতো আন্তর্জাতিক সংগঠনের সভাপতির পদ ত্যাগ করার ঘোষণা দিয়েছেন আ হ ম মুস্তফা কামাল।
তার এই সাহসী পদক্ষেপে তিনি মুহুর্তের মধ্যেই নায়কে পরিণত হয়েছেন ক্রিকেট পাগল বাংলাদেশিদের কাছে। এমনকি কামালের ভিন্ন মতাদর্শী রাজনৈতিক পক্ষরাও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার প্রশংসায় মন্তব্য করছেন।
তাদেরই একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। নিজে ভিন্ন মতের রাজনীতি করেলেও দেশের প্রয়োজনে পদত্যাগের ঘোষণা দেয়ায় শ্রদ্ধার সাথে স্যালুট জানালেন মুস্তফা কামালকে।
এ বিষয়ে বুধবার নিজের ফেসবুক ওয়ালে একটি ছবি পোস্ট করে স্ট্যাটাসে আসিফ লিখেছেন, ‘আজকের দিনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল সারা বাংলাদেশ । আই.সি.সি সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন শ্রদ্ধেয় আ.হ.ম মুস্তফা কামাল । আমাদের গর্বিত করেছেন কামাল ভাই। সত্য বলা অপরাধ নয়, বাংলাদেশের অধিকার কেড়ে নেয়া হয়েছে বিশ্বকাপে। আপনার সাহসিকতা এবং সঠিক সিদ্ধান্তে বুকের ছাতিটা ফুলে গেলো।’
আসিফ আরো লিখেছেন, ‘আপনার এই একটি সিদ্ধান্তে উজ্জীবিত তরুণ প্রজন্ম তথা সারা বাংলাদেশ। আপনার কাছে থেকে শিক্ষা নিলাম কিভাবে দাঁত ভাঙ্গা জবাব দিতে হয়। ভারতের দাদাগিরিকে প্রশ্রয় দেননি, শ্রী নিবাসনকে ছেড়ে কথা বলেন নি, আইসিসি’র রক্তচক্ষুকে পরোয়া করেননি।’
মুস্তফা কামালকে স্যালুট জানিয়ে এই গায়ক বলেন, ‘নজরুলের ভাষায় শ্রদ্ধা জানিয়ে বলতে চাই- কামাল- তুলে কামাল কিয়া ভাই। পুরো বাংলাদেশের পক্ষ থেকে থেকে আপনাকে বিপ্লবী সালাম। Hat’s Of Sir.... স্যালুট আপনাকে। আপনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি।’
আসিফ ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মুস্তফা কামালকে অভিনন্দন জানিয়ে স্ট্যাটাস দিয়েছেন অনেক তারকা সাংবাদিক, অভিনয়শিল্পী, সঙ্গীতাসহ শোবিজের নানা অঙ্গণের মানুষেরা।
প্রসঙ্গত, একজন আপাদমস্তক ক্রিকেট পাগল মানুষ হিসেবে খ্যাতি আছে আসিফ আকবরের। তার কণ্ঠে গাওয়া ‘বেশ বেশ বেশ-সাবাশ বাংলাদেশ’ গানটি ক্রিকেটপ্রেমীদের কাছে অঘোষিত ক্রিকেট সঙ্গীত বলা চলে।
এলএ/আরআই