শিল্পী সংঘ নির্বাচন : ভোটগ্রহণ শেষ, গণনা চলছে


প্রকাশিত: ১১:৫৫ এএম, ১০ ফেব্রুয়ারি ২০১৭

নাটক-টেলিফিল্মের শিল্পীদের সবচেয়ে বড় সংগঠন শিল্পী সংঘের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আজ। সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৫টায় পর্যন্ত চলে ভোটগ্রহণ। এখন চলছে ভোট গণনা।

নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃতি বিভাগে। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন এস এম মহসীন। এছাড়া অন্য দুজন কমিশনার হলেন কেরামত মওলা ও হাফিজুর রহমান সুরুজ।

কমিশন সূত্রে জানা গেছে, উৎসবের আমেজে শান্তিপূর্ণভাবে নির্বাচনে ২১ আসনের জন্য লড়াই করছেন ৪৯ অভিনয়শিল্পী। সংঘের সদস্য সংখ্যা ৬৬৮। এরমধ্য ভোট পড়েছে ৬০৮টি।

Election
জানা যায়, ভোট গণনা শেষে ফলাফল পেতে মধ্যরাত হতে পারে। ভোটগ্রহণ নিয়ে প্রার্থীদের কোনো অভিযোগ পাওয়া যায়নি।

নির্বাচনে লড়ছেন যারা

সভাপতি : শহিদুল আলম সাচ্চু, শহীদুজ্জামান সেলিম, ডিএ তায়েব ও গোলাম মোস্তফা।

সহ-সভাপতি : আজাদ আবুল কালাম, আদিত্য আলম, ইকবাল বাবু, তারিন জাহান, জাহিদ হোসেন শোভন, তানভীন সুইটি ও রফিকুল্লাহ সেলিম।

সাধারণ সম্পাদক : আহসান হাবিব নাসিম, মীর সাব্বির ও সিদ্দিকুর রহমান।

Election
যুগ্ম সাধারণ সম্পাদক: আনিসুর রহমান মিলন, আশরাফ কবির, কামাল হোসেন বাবর, নূর মোহাম্মদ, রওনক হাসান ও সুমনা সোমা।

সাংগঠনিক সম্পাদক : লুৎফর রহমান জর্জ ও শহিদ আলমগীর।

অর্থ সম্পাদক: তানিয়া আহমেদ (বিনা ভোটে নির্বাচিত)।

প্রচার ও প্রকাশনা সম্পাদক: ঊর্মিলা শ্রাবন্তী কর ও শাহরিয়ার নাজিম জয়।

দফতর সম্পাদক : তানভীর মাসুদ ও শামস্ সুমন।

অনুষ্ঠান সম্পাদক : এসএম আরমান পারভেজ, বন্যা মির্জা, শহীদুল আলম বাবু ও হাসান জাহাঙ্গীর।

আইন ও কল্যাণ সম্পাদক : শামীমা ইসলাম তুষ্টি ও শিরীন বকুল।

Election
তথ্য ও প্রযুক্তি সম্পাদক : ওমর আয়াজ অনি ও আদনান ফারুক হিল্লোল।

এছাড়াও কার্যনির্বাহী পরিষদের ১০টি পদের জন্য লড়াই করবেন- আহসানুল হক মিনু, ইন্তেখাব দিনার, ওয়াসিম যুবরাজ, জাকিয়া বারী মম, নওশীন, নিকুল কুমার মণ্ডল, মাহমুদ মোস্তফা, আফতাব উদ্দিন খান, নির্জন আজাদ, মুকুল সিরাজ, শেখ মেরাজুল ইসলাম, সনি রহমান, সেলিম মাহবুব, সুজাত শিমুল ও হুমায়ুন কাবেরী।

এনই/জেএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।