সানি লিওনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ


প্রকাশিত: ১০:৫৩ এএম, ০৯ ফেব্রুয়ারি ২০১৭

বলিউডে সানি লিওনের শুরুটা ছিলে বেশ কঠিন। অনেক সমালোচনা আর অবহেলা তাকে সইতে হয়েছে। তবুও সব সংকটকে পাশ কাটিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করে নিয়েছেন বলিউড অঙ্গনে। সর্বশেষ বাজিমাত করেছেন শাহরুখ খানের সঙ্গে ‘রইস’ ছবির আইটেম গানে নেচে।

সময়টা বেশ ভালোই যাচ্ছিল সানির। এরই ভিড়ে তিক্ত এক অভিজ্ঞতার মুখোমুখি হতে যাচ্ছেন তিনি। জানা গেছে, তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনা হয়েছে। সানি লিওনকে জিজ্ঞাসাবাদের অনুমতিও চেয়েছে ভারতীয় স্পেশাল টাস্কফোর্সের কর্মকর্তা রাজ কুমার মিশ্রা।

কারণ হিসেবে বলা হয়, গত বছরের ২৯ নভেম্বর একটি ই-কমার্স প্রতিষ্ঠানের ওয়েবসাইটের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সানি। ‘লাইক’ দিলেই অর্থ, এমন প্রলোভন দেখিয়ে ওই ওয়েবসাইটটি পরবর্তীতে সাড়ে ছয় লাখ গ্রাহকের কাছ থেকে প্রায় ৩৭০০ কোটি রুপি হাতিয়ে নেয়।

আর ১৯৭৮ সালে করা ভারতের চিটফান্ড ও বেআইনি আর্থিক লগ্নির আইন অনুযায়ী, এ ধরনের কোনো প্রতিষ্ঠানের প্রচারণার কাজ করাটা বেআইনি। পুলিশের কাছে প্রমাণ এবং ছবি আছে যে এই সানি এই প্রতিষ্ঠানটির প্রচারণার অংশ ছিলেন। তদন্তের প্রয়োজনে তাকে এ বিষয়ে প্রশ্ন করা হবে।

এ বিষয়ে সানি তার ব্যক্তিগত আইনজীবীর সাথে কথা বলে নিজের মন্তব্য জানাবেন বলে জানা গেছে।

আরএএইচ/এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।