পাকিস্তানে আটকে গেলো রেইস


প্রকাশিত: ১১:১২ এএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৭

বিশ্বের সবচেয়ে বড় চলচ্চিত্রের বাজার ধরা হয় বলিউডের বাজারকে। আর সে বাজারকে আরো বিস্তৃত করতেই কিনা বলিউড কিং তার নতুন ছবি রেইস এর নায়িকা হিসেবে বেছে নিয়েছিলেন পাকিস্তানি তারকা মাহিরা খানকে। তবে এই কৌশলটিও বোধহয় খুব বেশি একটা কাজে দেয়নি। কারণ ইতোমধ্যে পাকিস্তানের সেন্সর বোর্ড ছবিটি পাকিস্তানে মুক্তির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।

এর কারণ হিসেবে পাকিস্তান সেন্সর বোর্ডের একজন সদস্য পাকিস্তানি দৈনিক দ্য এক্সপ্রেস ট্রিবিউনকে বলেন, ‘রেইস ছবিতে মুসলমানদের সন্ত্রাসী, দাঙ্গাবাজ হিসেবে উপস্থাপন করায় সেন্সর বোর্ড মনে করে সিনেমাটি প্রদর্শনের যোগ্য নয়।’ তিনি আরো বলেন, ‘আমরা এটিকে সার্টিফিকেট দেইনি। কারণ সিনেমাটি ইসলাম ও নির্দিষ্ট একটি মুসলিম সম্প্রদায়কে নেতিবাচকভাবে উপস্থাপন করেছে।’

পাকিস্তান সেন্সর বোর্ডের এমন ঘটনায় বেজায় চটেছেন ছবির পরিচালক রাহুল ধোলাকিয়া। ব্যক্তিগত টুইটারে ধোলাকিয়া বলেন, ‘পাকিস্তানে রেইস নিষিদ্ধের ঘটনায় আমি হতবাক!’

এর আগেও গত বছরের সেপ্টেম্বরে দুই দেশের রাজনৈতিক বৈরিতার প্রভাবে বলিউডের ছবি নিষিদ্ধ করা হয় পাকিস্তানে। পরে হল মালিকদের লোকসান ঠেকাতে সেই নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়। তবে আবারো এমন নিষেধাজ্ঞায় ধারণা করা হচ্ছে দুই দেশের সাংস্কৃতিক অঙ্গনের অস্থিরতা আরো বাড়বে।

আরএএইচ/এইচএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।