লতা মুঙ্গেশকরকে ঠাট্টা করায় অসন্তোষ
সুগন্ধা মিশ্র স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসেবে পরিচিত মুখ। বিভিন্ন শোয়ে তিনি বাংলা গানের কিংবদন্তি লতা মুঙ্গেশকরকে নকল করে পারফরমেন্স (মিমিক্রি) করে থাকেন।
তবে এক মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গানের মানুষদের সামনে সুরের সম্রাজ্ঞী লতাকে নিয়ে কমেডি করায় হিতে বিপরীত হয়েছে। গায়ক-গায়িকা কম্পোজররা খুশি তো হননি, বরং তাঁর মিমিক্রি চলাকালীন অলকা ইয়াগনিকদের যথেষ্ঠ অস্বস্তি প্রকাশ করতে দেখা যায়।
পরে তাঁরা জানান, এভাবে লতা মুঙ্গেশকরের মতো মানুষকে নকল করা উচিত নয়। সুরকার ললিত পণ্ডিতও চরম বিরক্তি প্রকাশ করেছেন এ কাজে। জানিয়েছেন, লতাজির মতো ভারতরত্নকে হাসির খোরাক করা একদম উচিত নয়।
মিমিক্রি করার জন্য বিভিন্ন সময়ে কমেডিয়ানরা প্রশ্নের মুখে পড়েছেন। মিমিক্রি একটি শিল্প বলে তাঁরা যুক্তি খাড়া করলেও, অনেকসময়ই কার মিমিক্রি করা হচ্ছে এবং কী বিষয়ের উপর করা হচ্ছে সেদিকে নজর দেন না। ফলে নিছক হাসি মজার জিনিসও গুরুতর প্রশ্নের মুখে পড়ে।
লতাকে নিয়ে সুগন্ধা মিশ্রের করা মিমিক্রিও সেই প্রশ্ন আর একবার উসকে দিয়েছে তবে অভিযোগ আরও গুরুতর পর্যায়ে গেছে।
অনেকে বলছেন, লতাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল। তিনি আসতে পারবেন না জানানোর পরই তাঁকে নিয়ে এভাবে হাসিঠাট্টা করা হয়। আর এতেই চটেছেন সুরের দুনিয়ার মানুষরা। এভাবে একজন কিংবদন্তিতে নিয়ে মিউজিক অ্যাওয়ার্ডের মঞ্চেই ঠাট্টা করাকে কিছুতেই মেনে নিতে পারছেন না তারা।
এলএ/আরআই