আসছে নতুন ধারাবাহিক ‘অল্প স্বল্প গল্প’

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০১:২৮ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০১৭
ছবি - মাহাবুব আলম

একেবারেই ভিন্নধারার গল্প নিয়ে আসছে তারকাবহুল ধারাবাহিক নাটক ‘অল্প স্বল্প গল্প’। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন ছোটপর্দার জনপ্রিয় শিল্পীরা। আছেন ইন্তেখাব দিনার, নাদিয়া আহমেদ, নাবিলা ইসলাম, শামিমা তুষ্টি, সাবেরি আলম, আবদুল্লাহ রানা, শাহাদত হোসাইন, সানজিদা প্রীতি, সাদিকা স্বর্ণা, নাজিবা, মঈন আহমেদ, অ্যালেন শুভ ছাড়াও অনেকে।  

রূপান্তরের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন মোন্তাসির বিপন। নির্মাতা বিপন জাগো নিউজকে বলেন, “শহুরে পারিবারিক গল্পের আবহে নির্মিত হচ্ছে ‘অল্প স্বল্প গল্প’ নাটকটি। এখানে একটি বাড়ির ছাদের নিচে কয়েকটা পরিবারের বসবাস,  তাদের জীবন প্রণালি, সুখ-দুঃখগুলো তুলে ধরা হবে।”

নির্মাতা বলেন, ‘অল্প স্বল্প গল্প’ নাটকটি মূলত পারিবারিক কমেডি ঘরানার। পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো একটি গল্পনির্ভর নাটক এটি। তাছাড়া নাটকের স্ক্রিপ্টটি খুব যত্ন নিয়ে লেখা হয়েছে।

নাটকটি প্রসঙ্গে ইন্তেখাব দিনার বলেন,  ‘এ নাটকে আমার চরিত্রটি একটু নেগেটিভ ধাঁচের। আমি কিছু বিয়েপাগলা! অলরেডি দর্শকরা দেখতে পাবেন আমি তিনটি বিয়ে করে ফেলেছি। তবে আমার কোনো স্ত্রী পূর্ববিবাহের কথা জানে না। একটা সময় এ নিয়ে মজার মজার কাণ্ড ঘটতে থাকে।’

তিনি বলেন,  ‘ক্যারিয়ারের এতগুলো বছরে এসে এ ধরনের চরিত্রে আমি প্রথম অভিনয় করছি। খুব ইনজয় করছি ক্যারেক্টরটি। দর্শকদের কাছে ভালো লাগবে বলে আমি বিশ্বাস করি।’

TAROKA
চোখে-মুখে তৃপ্তির ছাপ নিয়ে নাবিলা বলেন,  ‘নাটকে একটি পরিবারের তিন বোনের মধ্যে আমি সবার ছোট। সে খুবই মর্ডান। চালচলন আর পাঁচটা মেয়ের মতো না।’

আরো বলেন,  ‘এত মজার চরিত্রে নিয়ে আমি প্রথমবার দর্শকদের সামনে আসছি। বাকিটা দর্শকরা নাটকটি দেখলে বুঝতে পারেন। সবাইকে নাটকটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি।’

নির্মাতা সূত্রে জানা গেছে,  ‘অল্প স্বল্প গল্প’  নাটকটি নির্মিত হবে ১০৪ পর্বে। বর্তমানে রাজধানীর বিভিন্ন মনোরম লোকেশনে নাটকটির শুটিং টানা শুটিং চলছে,  প্রায় ২৬ পর্বের শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। শিগগির এই নাটকটি একটি বেসরকারি চ্যানেলে প্রচারে আসবে।

এনই/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।