চার গুণীজনকে সংবর্ধনা


প্রকাশিত: ০৭:০৩ এএম, ৩০ মার্চ ২০১৫

চার চলচ্চিত্র ব্যক্তিত্বকে সংবর্ধনা দিতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি। চলতি বছরের একুশে ও স্বাধীনতা পদকপ্রাপ্ত এই চারজন হলেন এটিএম শামসুজ্জামান, আবুল হায়াত ও ফরিদুর রেজা সাগর এবং নায়করাজ রাজ্জাক।

এদেরমধ্যে চলচ্চিত্রে অবদানের জন্য এটিএম শামসুজ্জামান, আবুল হায়াত ও ফরিদুর রেজা সাগরকে একুশে পদকে ভূষিত করেছে সরকার। আর নয়করাজকে দেয়া হেয়েছে স্বাধীনতা পদক।

সোমবার সন্ধ্যায় ঢাকা ক্লাবে তাদের সংবর্ধনা দেওয়া হবে বলে জানিয়েছেন চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির উপদেষ্টা কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন দিলু।

এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।