অধিকারের নিশ্চয়তা থাকলে দুর্নীতি কমবে : মতিয়া
মানুষের মৌলিক অধিকার যেমন অন্ন, বস্ত্র বাসস্থান-এগুলোর নিশ্চয়তা থাকলে দুর্নীতি অনেকাংশে কমবে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আয়োজনে সততা সংঘের সমাবেশে তিনি এ কথা বলেন।
মতিয়া চৌধুরী বলেন, দেশে দুর্নীতি প্রসারে রাষ্ট্রযন্ত্রই দায়ী। কেননা রাষ্ট্র যদি দুর্নীতি করে তাহলে দুর্নীতি প্রসার লাভ করে। ১৯৭৫ এর পর দেখা গেছে, কীভাবে দুর্নীতি বেড়েছে।
কৃষিমন্ত্রী বলেন, বাংলাদেশকে হিতোপদেশ দেওয়ার আগে উন্নয়ন সহযোগীদের নিজেদেরই সেটা পালন করতে হবে। তিনি বলেন, তারা আমাদের উপদেশ দেন, অথচ নিজেরাই তা মানেন না। উন্নয়ন সংস্থারা যখন সুনীতির কথা বলবেন, তখন তাদের নিজেদেরও সেটা প্র্যাকটিস করতে হবে।
দুদক চেয়ারম্যান মো. বদিউজ্জামান বলেন, দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা তৈরির জন্যই দুদক দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালন করছে। প্রতিবছরের মতো এ বছরও ২৬ মার্চ থেকে এটা শুরু হয়েছে। চলবে ১ এপ্রিল পর্যন্ত।
অনুষ্ঠানে দুদক কমিশনার মো. সাহাবুদ্দিন ও নাসির উদ্দিন আহমেদ, মহাপরিচালক (প্রতিরোধ) শামছুল আরেফিন প্রমুখ উপস্থিত ছিলেন।
এএইচ/পিআর