তাজমহল আসলে শিব মন্দির : আরএসএস


প্রকাশিত: ০২:১৪ পিএম, ২৭ মার্চ ২০১৫

পৃথিবীর অন্যতম বিখ্যাত স্মৃতি সৌধ ভারতের আগ্রার তাজমহলকে এবার `শিব মন্দির` বলে দাবি করেছেন হিন্দুত্ববাদী আরএসএসপন্থী আইনজীবীরা। এই দাবি জানিয়ে বুধবার আগ্রা সিটি সিভিল কোর্টে মামলা দায়ের করেছেন সংগঠনের ছয় আইনজীবী।

বাদী হরিশঙ্কর জৈনসহ অন্য আইনজীবীদের দাবি, আগ্রায় ভগবান অগ্রেশ্বর মহাদেব নগ্নাথেশ্বর বাস করতেন। এটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব তাই ‘আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া’র হাত থেকে তাদের হাতে দিতে হবে।

আদালতে ওই আইনজীবীদের দাবি, তাজমহল চত্বর থেকে সমস্ত কবরকে সরিয়ে ফেলতে হবে এবং এখানে মুসলমানদের ইবাদত করাও বন্ধ করতে হবে। এর পরিবর্তে সেখানে হিন্দুদের ভগবান শিবের পুজো করার অনুমতি দিতে হবে। যেখানে এখন তাজমহল রয়েছে, সেখানে প্রাচীনকাল থেকে ভগবান অগ্রেশ্বর মহাদেব নগ্নাথেশ্বরের মন্দির ছিল। এ জন্য তাজমহলের সমস্ত সম্পত্তি এই মন্দিরের।

উল্লেখ্য, ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যায় বাবরী মসজিদ এবং রাম মন্দির নিয়ে দীর্ঘকাল ধরে চলা বিতর্ক এখনো শেষ হয় নি। ধর্মীয় উন্মাদনায় ধ্বংস করা হয়েছে কয়েকশ’ বছরের পুরনো এ মসজিদ। এবার নতুন করে তাজমহল নিয়ে আইনি বিতর্ক শুরু করলেন হিন্দুত্ববাদী আইনজীবীরা।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।