আবারও প্রযোজনায় জাহিদ হাসান


প্রকাশিত: ১২:৫৬ পিএম, ৩০ জানুয়ারি ২০১৭

জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান অভিনয়ের পাশাপাশি নির্দেশক হিসেবে বেশ পরিচিত। তবে তিনি মাঝেমধ্যে নাটক প্রযোজনাও করেন।

বেশ কয়েক বছর আগে মেগা ধারাবাহিক নাটক ‘লাল নীল বেগুনী’ প্রযোজনা করেছিলেন জাহিদ হাসান। এই নাটকটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।

অনেকগুলো বছর পর আবার প্রযোজনায় ফিরলেন এই নন্দিত অভিনেতা। এবার তিনি প্রযোজনা করবেন ‘ডন’ শিরোনামের একটি ধারাবাহিক নাটক। এই ধারাবাহিকটি রচনা করছেন মামুনুর রশীদ।

জাহিদ হাসান এখন রয়েছেন সিরাজগঞ্জে। সেখানে তার পরিচালনায় ‘ভ্যাগাবন্ড’ নামের একটি ধারাবাহিকের শুটিং করছেন। তিনি বলেন, ‘আমার প্রযোজনায় নতুন ধারাবাহিক ‘ডন’র শুটিং হবে নেপালে। গল্পের কাজ চলছে। আগামী মাস থেকে শুটিং শুরু হওয়ার কথা।

জানা গেছে, ধারাবাহিকে ‘ডন’-এ নিপুণের অভিনয় করার কথা। বাকি শিল্পীদের নাম এখনো চূড়ান্ত হয়নি। নাটকটি মাছরাঙা টিভির জন্য নির্মাণ করা হবে।

এনই/এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।