পহেলা বৈশাখের নাটকে সজল ও মীম
বাপ্পী ও ইফতি দু’জন অন্তরঙ্গ বন্ধু। পড়াশোনার পাঠ চুকিয়ে দু’জনেই বেকার। কোন চাকরি মিলছে না তাদের ভাগ্যে। কি করবে তারা দু’জন? সজলকে প্রেম করার বুদ্ধি দেয় বাপ্পী। এরপর একদিন মীমের সঙ্গে দেখা হয় সজলের। মীম আউটডোরে ছবি আঁকছিল। তাকে দেখে মনে ধরে যায় যায় সজলের।
পরবর্তীতে কথা বলার জন্য আবার সেই জায়গায় হাজির হয় সজল। ধীরে ধীরে সজলের সঙ্গে ভাল সখ্যতা গড়ে ওঠে মীমের। এরমধ্যে বাধ সাধে বাপ্পীর দেয়া কিছু তথ্য। সে-ই জানায়, মীম বিবাহিতা। তবে হাজব্যান্ডের সঙ্গে সম্পর্ক নেই তার। ডিভোর্স হয়ে গেছে। একথা শুনে সজল যেন রীতিমত আকাশ থেকে পড়ে। দ্বিধায় ভুগতে থাকে। এ পরিস্থিতিতে কি করবে সজল? কি করা উচিত ভেবে পায় না।
এমনি গল্প নিয়ে তৈরি হয়েছে নাটক ``প্রেম বিক্রিয়া``। খায়রুল বাসার নির্ঝর রচনা ও রাশেদ রাহার পরিচালনায় নির্মিত হয়েছে নাটকটি। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সজল ও বিদ্যা সিনহা মীম। বিদ্যা সিনহা মীম ছাড়াও এতে অভিনয় করেছেন আলিফ। সম্প্রতি নাটকটির শুটিং হয়েছে ধানমন্ডি, গুলশান, স্বদেশ প্রপার্টিজ ও কাউলার বিভিন্ন লোকেশনে। সবকিছু ঠিক থাকলে ‘প্রেম বিক্রিয়া’ নাটকটি প্রচারিত হবে পহেলা বৈশাখে যে কোন একটি বেসরকারি টিভি চ্যানেলে।
এআরএস/এমএস