গৌতম ঘোষ, প্রসেনজিৎ ও সৌম্য সরকারকে সংবর্ধনা
সাতক্ষীরায় ভারতের প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ, চলচ্চিত্র অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জী ও সদ্য বিশ্বকাপ খেলে আসা বাংলাদেশ জাতীয় দলের অলরাউন্ডার সৌম্য সরকারকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
২৬ মার্চ রাতে সাতক্ষীরা পুলিশ লাইনসের মাঠে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জেলা পুলিশ আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে তাদের এই সংবর্ধনা দেওয়া হয়।
এর আগে প্রসেনজিৎ, গৌতম ঘোষ ও সৌম্য সরকারকে দেখতে পুলিশ লাইনের মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে দর্শকে। সন্ধ্যার পরপরই অনুষ্ঠানস্থলে পৌঁছান বিশ্বকাপ মাতানো অলরাউন্ডার সৌম্য সরকার। চলতে থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান। রাত সোয়া ৯টার দিকে আসেন ভারতের প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ। এর কিছুক্ষণ পরেই আসেন প্রসেনজিৎ। সাথে সাথে সাড়া পড়ে যায় দর্শক-শ্রোতাদের মধ্যে।
প্রসেনজিৎ, গৌতম ঘোষ ও সৌম্য সরকারের উপস্থিতিতেই পরিবেশিত হয় স্বাধিকার থেকে স্বাধীনতা শীর্ষক গীতি আলেখ্য। পরে সাতক্ষীরার পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবীর পিপিএম (বার), খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি রফিকুল ইসলাম ও তাদের সহধর্মিণীরা এই তিন ব্যক্তিত্বের হাতে সংবর্ধনা স্মারক তুলে দেন।
এ সময় অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে পরিচালক গৌতম ঘোষ বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালে তিনি ২২ বছরের তরতাজা তরুণ ছিলেন। তখন ওপারে বসে তারাও সব সময় রেডিওতে বাংলাদেশের খবরাখবর রাখতেন।
তিনি বলেন, আজকে এই অনুষ্ঠানে এসে শেখ মুজিবুর রহমানের সেই জ্বালাময়ী ভাষণ শুনে গা শিউরে উঠেছে। এসময় তিনি সাতক্ষীরার মানুষকে বাংলাদেশের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান।
প্রসেনজিৎ সাতক্ষীরার মানুষকে শুভেচ্ছা জানিয়ে বলেন, কলকাতায় আমি যেখানে থাকি, সেখান থেকে সাতক্ষীরায় আসতে আমার মাত্র ৩ ঘণ্টা সময় লেগেছে। আমার মনে হচ্ছে আমি আমার এলাকাতেই আছি। এ সময় তিনি জয় বাংলা বলে সাতক্ষীরার মানুষকে বাংলাদেশের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করেন।
অবশ্য পরে সাতক্ষীরাবাসীর অনুরোধে ‘চিরদিন তুমি যে আমার.........সঙ্গি..........’ গানের দুই লাইন পরিবেশন করলে দর্শক-শ্রোতারা আনন্দে ভাসেন।
এর আগে সৌম্য সরকার অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে সাতক্ষীরার নাম উজ্জ্বল করার প্রত্যয় ব্যক্ত করে সবার কাছে দোয়া ও আশীর্বাদ চান।
প্রসঙ্গত, বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার ছবি `শঙ্খচিল`র শ্যুটিং করতে ভারতের প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ এবং প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জী বর্তমানে সাতক্ষীরাতে অবস্থান করছেন। এছাড়া বিশ্বকাপের পর দেশে ফিরে প্রথমবারের মতো নিজ জেলা সাতক্ষীরায় এসেছেন সৌম্য সরকার।
এমজেড/এমএস