ক্ষোভ ঝাড়লেন বিজরী বরকতউল্লাহ


প্রকাশিত: ০৯:৩৫ এএম, ২৯ জানুয়ারি ২০১৭

‘এখন বেশিরভাগ শিল্পী শুটিং সেটে গিয়েই স্ক্রিপ্ট হাতে পায়। তারপর সেটা ভালো করে না দেখেই শট ডেলিভারি দিতে হয়। রিহার্সেলের তো সময়ই নেই। আমার কথা হচ্ছে নাটকের স্ক্রিপ্ট যদি না পড়ি তাহলে কীভাবে বুঝবো আমার চরিত্রটি কীভাবে ফুটিয়ে তুলতে হবে? কিন্তু এটাই এখনকার বাস্তবতা।’

ক্ষোভ ঝেড়ে কথাগুলো বলছিলেন জনপ্রিয় অভিনেত্রী বিজরী বরকতউল্লাহ। তিনি আরো বলেন, ‘নতুন শিল্পীরা ভালো কাজ করছেন। অনেকের মধ্যে মেধা রয়েছে। কিন্তু সঠিক চর্চার জায়গাটা নেই। সকাল বিকাল শুধু এক সেট থেকে অন্য সেটে দৌড়াচ্ছে তারা। নির্মাতারা বলছেন তোমরা অমুক সংলাপ দাও। তমুক সংলাপ ওভাবে দাও। কিন্তু শেখা হচ্ছে না। একটা সময় নাটকের শুটিং শুরুর আগে অনেক মহড়া হতো। এখন সেটা নেই।’

আক্ষেপ নিয়ে তিনি জাগো নিউজকে আরো জানান, ‘‌পুরো টিভি ইন্ডাস্ট্রিই এখন ধ্বংসের মুখে। এ অবস্থা চলতে থাকলে আরো ধ্বংস হবে! সংশ্লিষ্টরা যদি এ বিষয়ে কোনো পদক্ষেপ না নেয় তাহলে পরিণতি যে কী হবে সেটা কেউ বলতে পারে না। শিল্পীদেরও সচেতন হতে হবে।’

আগের মতো বেশি টিভি নাটকে অভিনয় করছেন না বিজরী। বর্তমানে তিনি সকাল আহমেদের পরিচালনায় ‘বাবুই পাখির বাসা’ নামের একটি ধারাবাহিকে অভিনয় করছেন। তাকে বিশেষ একটি চরিত্রে দেখা গিয়েছিলো অমিতাভ রেজার ‌‘আয়নাবাজি’ চলচ্চিত্রে।

এনই/এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।