ভারতের পরাজয়ে তারকাদের প্রতিক্রিয়া


প্রকাশিত: ১১:৪৫ এএম, ২৬ মার্চ ২০১৫

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে অন্যায়ভাবে বাংলাদেশকে হারিয়ে সেমির টিকেট নিশ্চিত করেছিলো ভারত। আর সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ৯৫ রানে হেরে চোখের জলে ভেসে বিদায় নিয়েছে ধোনিরা। প্রতিবেশী দেশ হলেও ভারতের পরাজয়ে আনন্দ প্রকাশ করছেন বাংলাদেশের অধিকাংশ মানুষ।

বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ নিয়ে দারুণ উত্তেজনা সৃষ্টি হয়েছে। নানা প্রতিক্রিয়া ব্যাক্ত করেছেন বাংলাদেশের সেলিব্রেটিরাও।

জনপ্রিয় ব্যান্ড তারকা নকীব খান লিখেছেন, ‘অভিনন্দন অস্ট্রেলিয়া। আজ আমাদের স্বাধীনতা দিবস.....১৬ কোটি মানুষ আজ বিচার পেল...অবশেষে জিতলো ক্রিকেট....’

তাদের মধ্যে জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ সাথে আবারও দেখা হবার প্রত্যাশায় আপাতত বিদায় দিয়েছেন ধোনিদের।

লাক্স সুন্দরী ফারিয়া উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন, ‘হা হা হা, মওকা মওকা কর এখন বাড়িত গিয়া...আর পেপসি খা। আল্লায় বোঝায়া দিলো চুরির মাল কোনোদিন হজম হয় না। আমাদের সাথে চুরি করে জেতার এই শাস্তি।’


অভিনেতা মাজনুন মিজান নিজের ছেলের সাথে বাংলাদেশের পতাকা হাতে চবি আপলোড দিয়ে ক্যাপশান লিখেছেন, ‘ভাইরে ভাই.....শান্তি পাইলাম.....’

স্বনামধন্য আলোকচিত্রী প্রীত রেজা ভারতকে হারানোর জন্য অস্ট্রেলিয়াকে ধন্যবাদ জানিয়েছেন।

জনপ্রিয় গায়িকা কৃষ্ণকলি লিখেছেন, ‘কলংক মুক্ত হলো ক্রিকেট বিশ্ব।’


চিত্রনায়ক নীরব লিখেছেন, ‘ইট মারলে পাটকেল খেতে হয় জানতাম কিন্তু ভারতের বাঁশ খাওয়াটা দুঃখজনক....’

সাংবাদিক ও নাট্যকার জাকারিয়া সৌখিন লিখেছেন, ‘মুহাহাহাহা... বাটপারি করে সেমিফাইনালে যাওয়া যায়, ফাইনালে না...দাদাগণ একটু নিচে তাকিয়ে দেখেন, ধুতি খুলে গেছে। ধুতিটা তুলে পরে নিন, লজ্জা লাগছে যে...’

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি ভারতে পরামর্শ দিয়ে লিখেছেন, ‘হায় ভারত, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা.....’

ক্রিকেটার সাব্বির রুম্মান অস্ট্রেলিয়ান ক্রিকেটার ম্যাক্সওয়েলের সাথে একটি ছবি আপ করে অস্ট্রেলিয়াকে অভিনন্দন জানিয়েছেন।

সঙ্গীতপরিচালক রাজন সাহা লিখেছেন, ‘জনাব সিধু, আপনি দেখুন আজ কিন্তু টিভি আম্পায়ারদের কথা শোনা যায়! চুরি করার অবকাশ নেই!’

চিত্র অভিনেতা সায়মন লিখেছেন, ‘আমরাই জিতেছি....’


যাবি যদি উড়ে দূরে’খ্যাত গায়ক পারভেজ সাজ্জাদ ভারতের পরাজয়কে ব্যঙ্গ করে লিখেছেন, ‘ধিক ধিক ধিক...আম্পায়ারদ্বয়-এর অসহযোগিতায় ভারতের এই পরাজয়ে আমরা হতাশ ও ক্ষুব্ধ। দুই স্বাগতিক নিয়ে ফাইনাল!!! নিশ্চিত ভাবে বলা যায় এটি একটি সুপরিকল্পিত, বৃহৎ ষড়যন্ত্রের অংশ মাত্র...তীব্র নিন্দা জানাচ্ছি....’

চলচ্চিত্র নির্মাতা দেবাশীষ বিশ্বাস একটি ছবি আপলোড করেছেন। সেখানে দেখা যাচ্ছে অজি অধিনায় মাইকেল ক্লার্ক মহেন্দ্র সিং ধোনিকে হাত ইশারায় কী যেন দেখাচ্ছেন। তরুণ এই পরিচালক ছবির ক্যাপশনে লিখেছেন, ‘বাপি বাড়ী যা!!’

গায়ক রাকিব মোসাব্বির লিখেছেন, ‘তোমায় ধন্যবাদ অস্ট্রেলিয়া। ক্রিকেট প্রতারক ভারতকে নাস্তানাবুদ করায় ১৬কোটি বাঙ্গালী আর একটি বাংলাদেশ তোমাদের প্রতি কৃতজ্ঞ। সততার লাঠি এমনি লড়ে। বেক্কল ইন্ডিয়া, পাকিস্তানের মত আমাদের মন থেকে আজীবনের জন্য উঠে গেলে, ঘৃনীত হলে পাকিদের মতই।’

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।