ফ্লেম অ্যাওয়ার্ড জুরি বোর্ডে আমান আশরাফ ফায়েজ


প্রকাশিত: ১১:৫০ এএম, ২৮ জানুয়ারি ২০১৭

গ্রামীণ বিপণন ও যোগাযোগের ক্ষেত্রে অবদানের জন্য এশিয়ার অন্যতম সম্মানজনক পুরস্কার ফ্লেম অ্যাওয়ার্ড। আর এই অ্যাওয়ার্ড প্রদানে জুরি বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশের মিডিয়া ব্যক্তিত্ব আমান আশরাফ ফায়েজ।

তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল জিটিভির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।  

প্রথমবারের মতো এই অ্যাওয়ার্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আশা করা যাচ্ছে, এশিয়াতে গ্রামীণ উন্নয়নে ও যোগাযোগ ব্যবস্থায় অবদান রাখার জন্য এটি অন্যতম মর্যাদকার পুরষ্কার হয়ে উঠবে।

Fayez

আমান আশরাফ ফায়েজ এই প্রসঙ্গে বলেন, ‌‘এক যুগ আগে আই গ্রামীণ বিপণনে আমি আমার ক্যারিয়ার শুরু করেছিলাম। আর আজ এশিয়ার সবচেয়ে বড় গ্রামীণ বিপণন সংস্থার জুরি বোর্ডের সদস্য হলাম। এটা আমার জন্য অনেক আনন্দের!’
 
আগামী ২৮ এপ্রিল জাঁকজমক পূর্ণ আয়োজনে দিল্লিতে এই অ্যাওয়ার্ড প্রদান করা হবে।

এনই/এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।