কালো রাতের স্মরণে প্রাচ্যনাটের লালযাত্রা


প্রকাশিত: ১০:১১ এএম, ২৫ মার্চ ২০১৫

বাংলাদেশের ইতিহাসে ১৯৭১ সালের ২৫ মার্চ রাত চিরকালের জন্যই কালো হয়ে থাকবে। প্রতি বছর ঘুরে এই রাত ফিরে এলেই ভয়াল সব স্মৃতিচারণে শোকাতুর হয় এ দেশের মানুষ। এই রাতকে স্মরণ করেন বেদনার আর্তিতে।

তেমনি স্বনামধন্য নাট্যদল ‘প্রাচ্যনাট’ ভয়াল রাতের স্মরণে আয়োজন করেছে লাল যাত্রা। আয়োজনের কর্মসূচিতে ২৫ মার্চ বিকাল ৫টায় শাহবাগের ছবির হাট থেকে স্বাধীনতা স্তম্ভ পর্যন্ত পদযাত্রা করবে প্রাচ্যনাটের কর্মীরা। হাতে হাত মিলিয়ে সবাই মিলে গাইবে দেশের গান।

এ আয়োজন সম্পর্কে প্রাচ্যনাটের সম্পাদক তৌফিকুল ইসলাম ইমন বলেন, ‘ভয়াল কালরাতে শহীদের তাজা রক্তে ভিজে রাঙা হল পলাশ, শিমুল, হরেক রঙের ফুল। দীর্ঘ কালরাত্রির প্রাক্কালে আমাদের পূর্ব-প্রজন্মের লাল রক্তের পথ ধরে স্বাধীন আমরা হেঁটে চলি ঐক্যের বন্ধনে লালযাত্রায়।’

এই আয়োজনে সবাই অংশ নিতে পারবে। ২০১১ সালে লালযাত্রার ভাবনা ও পরিকল্পনা করেন রাহুল আনন্দ।

এ ছাড়া স্বাধীনতা দিবস উপলক্ষে কাঁটাবনের প্রাচ্যনাট উঠানেও থাকছে বিশেষ অনুষ্ঠান ‘সুরের ভেলায় আগুন খেলায়’। ২৬ মার্চ সন্ধ্যা ৭টায় শুরু হওয়া এ অনুষ্ঠানে পরিবশিত হবে দেশের গান, বিজয়ের গান, এ দেশের মানুষের স্বপ্নের গান।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।