উন্নত চিকিৎসার জন্য ঢামেকে ন্যান্সি


প্রকাশিত: ০৩:০৮ এএম, ১৭ আগস্ট ২০১৪

জনপ্রিয় সংগীত শিল্পী নাজমুন মুনিরা ন্যান্সিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের নতুন ভবনের ৮০১ নম্বর ওয়ার্ডে রবিবার ভোর সাড়ে ৬টার দিকে তাকে ভর্তি করা হয়। তার সঙ্গে পরিবারের সদস্যরা থাকলেও কোনো কথা বলতে রাজি হননি।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেন।

প্রসঙ্গত, নেত্রকোনায় নিজ বাড়িতে শনিবার সন্ধ্যায় ৬০টি ঘুমের ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়েন ন্যান্সি। তাকে স্বজনেরা উদ্ধার করে প্রথমে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ডাক্তাররা তাকে আশঙ্কামুক্ত ঘোষণা করলেও রাত সাড়ে ১০টার দিকে ওয়ার্ড থেকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। এরপর অবস্থার অবনতি হলে রাত সোয়া ১টার দিকে তাকে নিয়ে ঢাকার উদ্দেশে রওয়ানা হন তার স্বজনেরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।