গঠিত হলো মিডিয়ায় পেশাজীবীদের উই ক্লাব


প্রকাশিত: ০৮:১৩ এএম, ২১ জানুয়ারি ২০১৭

দেশিয় শোবিজের নাট্যনির্মাতা, প্রযোজক ও অভিনয় শিল্পীরা মিলে গঠন করলেন একটি ক্লাব। এর নাম রেখেছেন ‘উই ক্লাব’। বেশ কিছু চ্যানেলের কর্মকর্তাও এর সঙ্গে রয়েছেন। উদ্দেশ্য, অবসরে সবাই মিলে আড্ডা দেয়া, গল্প-গুজব এবং দেখাশোনার মাধ্যমে সম্পর্ক উন্নয়ন।

গেল বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বনানীতে একটি রেস্টুরেন্টে সবাই জড়ো হয়ে ক্লাবটির আনুষ্ঠানিক যাত্রা নিয়ে এক আলোচনায় বসেন। সেখানে উপস্থিত ছিলেন নাট্য নির্মাতা সকাল আহমেদ, দীপঙ্কর দীপন, সুমন আনোয়ার, অরণ্য আনোয়ার, সালাহউদ্দীন লাভলু, শিহাব শাহিন, শাহিন কবির টুটুল, অনন্য ইমন, ইমরাউল রাফাত, নঈম ইমতিয়াজ নেয়ামুল প্রমুখ।

শিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন জাহিদ হাসান, জাহিদ হোসেন শোভন, সাজু খাদেম, মাজনুন মিজান, আনিসুর রহমান মিলন, আরফান আহমেদ, নাজিরা মৌ, মম, এরফান আহমেদ, অর্ষা, নোভা, হিল্লোল, নাঈম, নাদিয়া, হৃদি হক, ডি এ তায়েব, সুষমা ছাড়াও আরও অনেকে।

এ প্রসঙ্গে জাগো নিউজকে মাজনুন মিজান বলেন, ‘প্রাথমিকভাবে ৬১ জন নির্মাতা-শিল্পীরা এই ক্লাবের সদস্য হয়েছেন। আর ১৩ জন সদস্য নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।’

তিনি বলেন, ‘এই কমিটির সভাপতি হয়েছেন নাট্য নির্মাতা অরণ্য আনোয়ার এবং সাধারণ সম্পাদক হয়েছেন অভিনেতা সাজু খাদেম।’

সাজু খাদেম বলেন, ‘প্রাথমিকভাবে আমরা ক্লাবটির ঘোষণা দিয়েছি। খুব শিগগির এটির কার্যক্রম শুরু হবে। বেশ কিছু নিয়ম-রীতিতে চলবে এর কার্যক্রম। ছোট ও পর্দার অডিও-ভিজ্যুয়াল মিডিয়ার সঙ্গে যারা প্রত্যক্ষ ও পরোক্ষাভবে জড়িত তারা এই ক্লাবের সদস্য হতে পারবেন। এটি একেবারেই অরাজনৈতিক একটি ক্লাব।’

তিনি বলেন, ‘বিভিন্ন পেশার ব্যক্তিদের ক্লাব থাকে। যেমন ঢাকা ক্লাব, অফিসার্স ক্লাব, আবার ক্যাডেট ছাত্রদের ক্যাডেট ক্লাব। কিন্তু আমরা যারা মিডিয়ায় জড়িত তাদের কোনো ক্লাব নেই। তাই আমরা অনেক দিন ধরে ঠিক করেছিলাম এমন একটি ক্লাব প্রতিষ্ঠা করবো। অবশেষে সেটা পেরেছি।’

এই অভিনেতা আরো বলেন, ‘খুব তাড়াতাড়ি সদস্য হওয়ার শেষ তারিখ জানানো হবে এবং এই ক্লাবটির অবস্থান রাজধানীর কোথায় হবে, সেটাও জানানো হবে।’

এনই/এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।