জাহিদ আকবরের কথায় সালমার দরদ


প্রকাশিত: ০৭:১৪ এএম, ২১ জানুয়ারি ২০১৭

কয়েকদিন আগে সংগীত জীবনের এক দশক পূর্ণ করেছেন সালমা। প্রিয় মানুষদের নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজনও করেছিলেন তিনি। গান নিয়ে বেশ ব্যস্ত সময় পার করা এ শিল্পী বুধবার সন্ধ্যায় ‘দরদ’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিলেন।

আসছে ভালোবাসা দিবসে জিসান মাল্টিমিডিয়ার ব্যানারে প্রকাশিতব্য ‘মনমাঝি’ শিরোনামে ইপি অ্যালবামে থাকবে ‘দরদ’ গানটি। অন্য দুই গান হলো ‘মনমাঝি’ ও ‘কে যে যখন’।

‘কেন এতো দরদ রে তোর আমার লাগি/ পোড়াস অন্তর দিবা নিশি/ এক করে দে, উজাড় করে বুকের পাজর’-এমন কথায় ফোক ফিউশনধর্মী গানটি লিখেছেন জনপ্রিয় গীতিকবি জাহিদ আকবর। সুর করেছেন জিয়াউদ্দিন আলম, সংগীতায়োজন করেছেন রেজওয়ান শেখ। গেল বুধবার সন্ধ্যায় রেজওয়ান শেখের স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়েছে।

‘দরদ’ প্রসঙ্গে সালমা বলেন, ‘কণ্ঠ দেওয়ার পরই মনে হয়েছে অনেক সুন্দর একটি গানে কণ্ঠ দিলাম। রেকর্ডিংয়ের সময় স্টুডিওতে সুরকার ও সংগীতায়োজক উপস্থিত ছিলেন। সুন্দর এই কথাগুলোর কারিগর জাহিদ আকবর ভাইকে মিস করছিলাম। সবার ভালোলাগার মতো একটি গান হয়েছে। শ্রোতাদের ভালো লাগবে বলেই প্রত্যাশা করছি।’

ব্যক্তি জীবনের ঝামেলা চুকিয়ে আবারো পুরোদমে গানে ব্যস্ত হয়েছেন ক্লোজআপ ওয়ান তারকা সালমা। ভালোবাসা দিবসের ‘দরদ’ অ্যালবামটি তার চলতি বছরের প্রথম অ্যালবাম হতে যাচ্ছে।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।