রাশিয়া যাচ্ছেন প্রণব-মোদী


প্রকাশিত: ০৫:৪০ এএম, ২৩ মার্চ ২০১৫

রাশিয়া ভ্রমনে যাচ্ছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জী ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ৯ মে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় দিবস উদযাপনে যোগ দিতে মস্কো যাবেন প্রণব মুখার্জী আর ব্রিকস সম্মেলনে যোগ দিতে আগামী জুলাই মাসে রাশিয়া যাচ্ছেন মোদী।

এছাড়া দুই রাষ্ট্রপ্রধানের সঙ্গে সফরে যেতে পারেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিক্কর, পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজসহ দুই দফতরের উচ্চপদস্থ কর্মকর্তরা।  

দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ কৌশলগত বিষয়গুলি দুই রাষ্ট্রপ্রধানের সফরে বৈঠকে উঠে আসবে বলে সংশ্লিষ্টরা মনে করছে।

এই সফরের মধ্যে দিয়ে ভারত এবং রাশিয়ার নেতৃত্বের মধ্যে সম্পর্কের আদানপ্রদান আরও জোরদার হবে। কম করে ছয় মাসের মধ্যে পাঁচবার, যা আরম্ভ হবে মে মাস থেকে।

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।