আবারো জুটি বাঁধলেন তাহসান ও তিশা
গানের মতো অভিনয়েও জনপ্রিয়তা পেয়েছেন কণ্ঠশিল্পী তাহসান। অভিনেত্রী তিশার সাথে বেশ কিছু নাটকে তিনি জুটি বেঁধেছেন। সেসব প্রশংসা কুড়িয়েছে দর্শকদের কাছে।
আবারো জুটি বেঁধে কাজ করতে যাচ্ছেন তাহসান-তিশা। এবার তাদের দেখা যাবে পরিচালক মিজানুর রহমান আরিয়ানের রচনা ও পরিচালনায় ‘অ্যাংরি বার্ড’ নামে একটি টেলিফিল্মে।
পরিচালক আরিয়ান জানিয়েছেন আরটিভির জন্য নির্মাণাধীণ এ নাটকের শ্যুটিং আজ রোববার থেকেই শুরু হয়েছে।
টেলিফিল্মে আদনান এবং ঐশী চরিত্রে অভিনয় করেছেন তাহসান এবং নুসরাত ইমরোজ তিশা। টেলিফিল্মটিতে অভিনয়ের পাশাপাশি ‘প্রেম তুমি’ শিরোনামের একটি গানেও কণ্ঠ দিয়েছেন তাহসান।
এলএ/পিআর