রোজার আগেই ইউটার্ন (ভিডিও)
বছরের বহুল আলোচিত চলচ্চিত্র ‘ইউটার্ন’। এরইমধ্যে শেষ হয়েছে দৃশ্যধারণ। সম্পাদনাও শেষের পথে। একসাথে চলছে আবহসঙ্গীত তৈরির কাজ।
সবকিছু ঠিক থাকলে আসছে রোজার সপ্তাহ দুই আগেই মুক্তি পেতে যাচ্ছে তারকাবহুল এই ছবিটি। এমনটাই জানালেন ইউটার্নের পরিচালক আলভী আহমেদ।
জাগোনিউজের সাথে আলাপকালে তিনি বলেন, ‘এটা প্রথম ছবি। অনেক যত্ন করে তৈরি করার চেষ্টা করেছি। আমি চেয়েছি দর্শকদের মৌলিক গল্পের উপর সুন্দর বিনোদন উপহার দিতে। ছবিতে যারা যে ডিপার্টমেন্টে কাজ করেছেন, প্রত্যেককেই ধন্যবাদ।’
ইউটার্ন ছবিতে অভিনয় করেছেন হালের জনপ্রিয় তারকারা। তাদের মধ্যে মূল তিন নারী চরিত্রে রয়েছেন সোনিয়া হোসেন, মৌটুসী বিশ্বাস ও আইরিন সুলতানা। তাদের বিপরীতে আছেন অভিনেতা শিপন, আরশাদ আদনান ও ইরফান সাজ্জাদ। এছাড়াও ছবিটির গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে গুণী দুই অভিনেতা শহীদুজ্জামান সেলিম ও মিশা সওদাগরকে।
পাশাপাশি ইউটার্ন ছবির একটি আইটেম গানে পারফর্ম করতে দেখা যাবে র্যাম্প কন্যা সৈয়দ রুমাকে। ‘দিলেতে চোট লেগেছে, তার ছিঁড়েছে ব্রেইনে’- এমন কথায় এ গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন মুক্তাদীর আল ফুয়াদ।
ছবির গল্প নিয়ে আলভী বলেন, ‘সম্পূর্ণ মৌলিক গল্পের ছবি হবে ইউটার্ন। দু’টি মাফিয়া চক্রকে ঘিরে গল্প আবর্তিত হবে। সেখানে দেখা যাবে একটি চক্র বাংলাদেশে নানাভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটাচ্ছে। তখন অন্য আরেকটি পক্ষ এসে তাদের প্রতিহত করতে রুখে দাঁড়ায়।’
ইউটার্ন ছবিতে অভিনয় করা প্রসঙ্গে মডেল ও অভিনেত্রী সোনিয়া হোসেন বলেন, ‘এটি আমার প্রথম চলচ্চিত্র। গল্পটি খুব চমৎকার। আশা করছি দর্শকদের মস জয় করবে ইউটার্ন।’
ছবিটি মুক্তি দেয়া নিয়ে পরিচালক আলভী বলেন, ‘রোজার আগেই ছবিটি হলে আনতে চাই। এখন পর্যন্ত সে লক্ষ নিয়েই এগুচ্ছি। দেখা যাক.....’
অ্যাকশান থ্রিলারধর্মী ইউটার্ন ছবিতে রয়েছে ভিন্ন স্বাধের ৬টি গান। ফুয়াদ আল মুক্তাদীর, রোকন ইমন ও অভিতের সুর-সঙ্গীতে এসব গানে কণ্ঠ দিয়েছেন ন্যান্সি, কণা, জয়িতা, শোয়েবসহ আরো অনেকেই।
এলএ/পিআর