ভিন্ন স্বাদের ছবি সাইমন-মানসীর জল শ্যাওলা


প্রকাশিত: ০৯:৪০ এএম, ১৮ জানুয়ারি ২০১৭

পথশিশুদের জীবন কাহিনী নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘জল শ্যাওলা’। জেসমিন আক্তার নদী পরিচালিত এ ছবিতে প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করছেন জনপ্রিয় চিত্রনায়ক সাইমন সাদিক ও নবাগতা মানসী প্রকৃতি।

গতকাল মঙ্গলবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর এক অভিজাত রেঁস্তোরায় ছবিটির শুভ মহরত অনুষ্ঠিত হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন বরেণ্য গীতিকার ও চলচ্চিত্র ব্যক্তিত্ব গাজী মাজহারুল আনোয়ার, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, নন্দিত নাট্যকার ও অভিনেতা মাসুম আজিজ, পরিচালক সায়মন তারেক, চিত্রনায়ক সাইমন সাদিক, মানসী প্রকৃতি, কলকাতার প্রযোজক ও পরিচালক পিযুস সাহা, টাইমস ওয়ার্ল্ড মিডিয়া লিমিটেডের চেয়াম্যান মুন্নী হোসেন, টাইমস ওয়ার্ল্ড মিডিয়া লিমিটেডের শহিদুল হাসান খোকন প্রমুখ।

আসাদুজ্জামান বাবলুর গল্পে ছবিটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন তারিকুল ইসলাম ভূইয়া। ছবিটির শুটিং শুরু হয়েছে আজ বুধবার (১৮ জানুয়ারি) থেকে। বিক্রমপুরের তালতলায় আজকের শুটিংয়ে অভিনেতা মাসুম আজিজসহ কয়েকজন শিল্পী অংশ নিয়েছেন। আগামীকাল থেকে চিত্রনায়ক সাইমন সাদিক ও অন্যান্য শিল্পীরা অংশ নিবেন।

এর আগে গতকালকের মহরত অনুষ্ঠানে ‌‘জল শ্যাওলা’র পরিচালক জেসমিন আক্তার নদী বলেন, ‘এ ছবিতে দেশের সুবিধা বঞ্চিত ও শোষিত শ্রেণির মানুষের গল্প তুলে ধরা হবে। এ ছবিতে একজন ফটোসাংবাদিকের চরিত্রের মধ্য দিয়ে দেশ ও সমাজের অসঙ্গতিগুলো দেখানো হবে। ঐ ফটোসাংবাদিক মেয়েটির অনুভূতি যেন আমারই মনেরই বহিঃপ্রকাশ। আশা করছি দর্শকদের বাস্তব ঘটনার মধ্যদিয়ে একটি ভিন্নধাঁচের গল্প উপহার দিতে পারবো।’

নায়ক সাইমন বলেন, ‌‌‘এই ছবিটি আমার ক্যারিয়ারের জন্য ইতিবাচক কিছু বয়ে আনবে বলেই প্রত্যাশা করছি। কারণ এর গল্প ভাবনাটি খুবই নান্দনিক। পাশাপাশি এখানে অনেক গুণী শিল্পীদের সঙ্গে কাজ করার সুযোগ হবে। আশা করছি ভালয় ভালয় এর শুটিং শেষ হবে এবং চলতি বছরেই দর্শক ভিন্ন স্বাদের একটি চলচ্চিত্র উপহার পাবেন।’

অনুষ্ঠানে উপস্থিত অন্যান্যরা ছবিটির সাফল্য কামনা করে বক্তব্য রাখেন। তারমধ্যে গাজী মাজহারুল আনোয়ার বলেন, ‘ছবির গান লিখতে গিয়ে এর গল্পটি আমার পড়া হয়েছে। হৃদয় জয় করার মতো বিষয়। দৃশ্যগুলো জীবন্ত হয়ে ফুটিয়ে তোলা গেলে এটি বছরের সেরা ছবির একটি হবে বলেই প্রত্যাশা করছি।’

ছবিতে সাইমন ছাড়া আরও অভিনয় করছেন পীযুষ বন্দোপাধ্যায়, মাসুম আজিজ, রেহেনা জলি, রিপন খান, সীমান্ত, জিসান, সুজন মাজাহার, অপ্সরা মনি, মাস্টার ইমন, রাজু অনিক, তানিশা ও তানভীর প্রমুখ।

জল শ্যাওলা’ ছবিতে মোট পাঁচটি গান থাকবে। সংগীত পরিচালনা করবেন আনোয়ার সিকদার টিটন। গানের কথা লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।