ঢাকায় আসছেন বলিউড অভিনেত্রী নার্গিস ফখরি


প্রকাশিত: ০৮:৫৭ এএম, ১৮ জানুয়ারি ২০১৭

হর হামেশাই আজকাল বলিউডের তারকারা বাংলাদেশ আসছেন। নানা রকম কনসার্ট, ফ্যাশন শো মাতিয়ে যাচ্ছেন তারা। তবে চলতি বছরের প্রথম বলিউড সেলিব্রেটি হিসেবে ঢাকায় পা রাখতে যাচ্ছেন অভিনেত্রী নার্গিস ফখরি।

জানা গেছে, তিনি গান বাংলার আয়োজনে ‘ফ্যাশন ফরোয়ার্ড উইথ ফারজানা মুন্নী’ শীর্ষক একটি ফ্যাশন শো’তে অংশ নেবেন। শোয়ের দিনক্ষণ ঠিক না হলেও চলছে জোর প্রচারণা। গান বাংলার ফেসবুক পেজে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে নার্গিস ফখরি নিজেই হাজির হয়ে ঢাকাবাসীদের আমন্ত্রণ জানাচ্ছেন ‘ফ্যাশন ফরোয়ার্ড উইথ ফারজানা মুন্নী’তে।

এই আয়োজনটিতে গানবাংলার সঙ্গে থাকছে স্বনামধন্য বিউটি পার্লার কিউবেলা ও ওয়ান মোর জিরো। এখানে মার্কিন সুপারমডেল নার্গিস ফখরির সঙ্গে র‌্যাম্পে অংশ নেবেন দেশীয় মডেলগণ। থাকবেন এই আয়োজনের প্রতিযোগিতায় অংশ নেয়া একঝাঁক বিজয়ী তরুণ নারী মডেল।

রাজধানীর জনপ্রিয় কোনো একটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে ‘ফ্যাশন ফরোয়ার্ড উইথ ফারজানা মুন্নী’। পুরো অনুষ্ঠানটি প্রচার করা হবে গানবাংলা চ্যানেলে, নিশ্চিত করেছেন চ্যানেল মালিক সংগীত পরিচালক কৌশিক হোসেন তাপস।

দেখুন নার্গিস ফখরির প্রচারণার ভিডিও :


এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।