এবার ধারাবাহিকে আমিন খান


প্রকাশিত: ০৭:০৩ এএম, ২২ মার্চ ২০১৫

একসময় হার্টথ্রুব নায়ক ছিলেন বাংলা চলচ্চিত্রের। মৌসুমী, শাবনূরের মতো প্রথম সারির নায়িকাদের সাথে ব্যবসাসফল ছবিও রয়েছে। দিনবদলের পালায় নতুনদের রাজত্বে চাহিদা বড় পর্দায় চাহিদা কমেছ সিনিয়রদের। তবে অভিনয়টাকে ভালোবাসেন বলেই এখনও নিজেকে শোবিজে ব্যস্ত রাখার চেষ্টা করে যাচ্ছেন চিত্রনায়ক আমিন খান।

সম্প্রতি বেশ কিছু এক ঘণ্টার নাটকে তাকে অভিনয় করতে দেখা গেছে। বড় পর্দায় অনিয়মিত হয়ে যাওয়া প্রিয় নায়ককে ছোট পর্দাতে পেয়েও খুশি আমিন খানের ভক্তরা। তাই ছোট পর্দায় বাড়ছে চাহিদা, নির্মাতারাও আগ্রহ দেখাচ্ছেন তাকে নিয়ে।

সেই সুবাদে চিত্রনায়ক আমিন খান এবার নাম লেখালেন ধারাবাহিক নাটকের অভিনয়ে। ইউনাইটেড মিডিয়া লিমিটেড নিবেদিত নাটকিটর নাম ‘একটুকু ছোঁয়া লাগে’। এটি একটি মেগা ধারাবাহিক হবে বলেই জানালেন পরিচালক শফিকুল ইসলাম রিপন। আমিন খানের প্রথম এই ধারাবাহিকটি রচনা করেছেন রণজিত। উত্তরার আশ্রয় শুটিং হাউসে গেল শনিবার এর প্রথম লটের শুটিং শুরু হয়েছে।

প্রথমবারের মতো ধারাবাহিক নাটকে অভিনয় প্রসঙ্গে আমিন খান জাগোনিউজকে বলেন, ‘চলচ্চিত্রে যখন খুব ব্যস্ত ছিলাম তখনও নাটকে কাজ করেছি। নাটকের আলাদা দর্শক, ভিন্ন আবেদন। তবে প্রস্তাব পেলেও কখনো ধারকাহিকে কাজ করার ইচ্ছে জাগেনি। এই নাটকের চিত্রনাট্য পড়ে গল্প এবং চরিত্র ভালো লেগেছে। তাই অভিনয় করছি। আশা করছি ভক্ত-দর্শকরা নিরাশ হবেন না।’

আমিন খান ছাড়াও এ ধারাবাহিকে অভিনয় করছেন রহমত আলী, আজিজুল হাকিম, নাদের চৌধুরী, প্রাণ রায়, দিতি, দিহান, চিত্রলেখা গুহ, নয়ন বাবু, অলিউল হক রুমি, অভিদ রেহান, এমি খান, সোয়েব সাদিক, শিশুশিল্পী সারিকা প্রমুখ।

শীঘ্রই নাটকটি একটি বেসরকারী চ্যানেলে প্রচারের জন্য জমা পড়বে।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।