পারকিনসনে ভুগছিলেন রবিন উইলিয়ামস


প্রকাশিত: ০৪:৩১ এএম, ১৬ আগস্ট ২০১৪

প্রয়াত হলিউড তারকা রবিন উইলিয়ামস অনেকদিন ধরেই স্নায়বিক চাপ, মানসিক অস্থিরতা ও হতাশায় ভুগছিলেন। তা ছাড়া তিনি পারকিনসন রোগে ভুগছিলেন। সংবাদমাধ্যমকে এমনটি জানিয়েছেন তার স্ত্রী সুসান স্নেইডার। খবর সিএনন ও ভ্যারাইটি।

তিনি জানান, ‘সে অনেক সাহসী ছিল। পারকিনসন রোগের সঙ্গে যুদ্ধ করছিল। তবে তার ভক্ত-দর্শকদের এ রোগের বিষয়টি জানাতে চায়নি।’

গত সোমবার রবিন উইলিয়ামসকে তার নর্দার্ন ক্যালিফোর্নিয়ার বাসায় মৃত পাওয়া যায়। পুলিশ জানিয়েছে তিনি আত্মহত্যা করেছেন।

স্ত্রী সুসান আরও বলেন, ‘এটা খুব আশার কথা যে রবিনের দুঃখজনক মৃত্যু কেউ মেনে নিতে পারেনি। এ ধরনের রোগে ভুগলে কতটুকু যত্ন ও সহায়তা প্রয়োজন এবং ভয় না পেয়ে যুদ্ধ করে যেতে হবে- তার মৃত্যু এ শিক্ষাই দিয়ে গেল।’

তিনি বলেন, ‘রবিন তার সারা জীবন অন্যকে সহায়তা করে গেছেন। লাখো মানুষের মনে আনন্দের বার্তা বইয়ে দিয়েছেন। ভয় না পেয়ে হেসে খেলে জীবনটাকে উপভোগ করতে বলেছেন। এখন রবিন নেই। তার কথা স্মরণ করছেন লাখো মানুষ।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।