পাঁচ দিনব্যাপী নাট্যাচার্য সেলিম-আল দীনের জন্মোৎসব


প্রকাশিত: ০৪:২৮ এএম, ১৬ আগস্ট ২০১৪

১৮ আগস্ট প্রয়াত নাট্যাচার্য সেলিম-আল দীনের ৬৫তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে প্রতিশ্রুতিশীল নাট্যসংগঠন `স্বপ্নদল` আয়োজন করেছে পাঁচ দিনব্যাপী `নাট্যাচার্য সেলিম-আল দীন জন্মোৎসব`।

আজ (শনিবার) থেকে শুরু হবে এ উৎসব। এর মধ্যে তিন দিনের আয়োজন ঢাকায় এবং দুই দিনের আয়োজন ময়মনসিংহে অনুষ্ঠিত হবে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. রণজিৎ কুমার বিশ্বাস আজ (শনিবার) বিকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনারকক্ষে এ উৎসবের উদ্বোধন করবেন।

এরপর সন্ধ্যায় থাকছে এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সেলিম-আল দীনের `ফেস্টুনে লেখা স্মৃতি` নাট্য প্রযোজনা। ১৭ আগস্ট সন্ধ্যা ৭টায় জাহাঙ্গীরনগর থিয়েটার মঞ্চায়ন করবে `যৈবতী কন্যার মন` নাটকটি। ১৮ আগস্ট সন্ধ্যায় ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমিতে সেলিম-আল দীনের জীবন-শিল্পকর্ম-দর্শন নিয়ে অলোচনা সভা অনুষ্ঠিত হবে।

একই স্থানে ১৯ আগস্ট সন্ধ্যায় চর্যাগান পরিবেশন করা হবে। ২০ আগস্ট সন্ধ্যায় শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে উৎসবের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ওইদিন গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি এবং শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে উৎসবের সমাপনী ঘোষণার পাশাপাশি স্বপ্নদল প্রবর্তিত `নাট্যাচার্য সেলিম-আল দীন পদক-২০১৪` প্রদান করা হবে।

এদিকে, সেলিম-আল দীনের জন্মদিন উপলক্ষে ১৭ ও ১৮ আগস্ট দুই দিনব্যাপী সাংস্কৃতিক ও পদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করেছে সেলিম-আল দীন ফাউন্ডেশন। এ আয়োজনে এবার সেলিম-আল দীন পদক-১৪২১ পাচ্ছে গ্রাম থিয়েটার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।