শাহ আমানতে ১৬ স্বর্ণের বারসহ আটক ১


প্রকাশিত: ০৬:৩২ এএম, ২০ মার্চ ২০১৫

চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে এক যাত্রীর জুতার ভেতর থেকে ১৬ স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। এঘটনায় জাহাঙ্গীর আলম নামে ওই যাত্রীকে আটক করা হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে এই স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য প্রায় ৯০ লাখ টাকা।

বিষয়টি নিশ্চিত করেছেন, শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারি কমিশনার উম্মে নাহিদা আক্তার।

তিনি বলেন, এয়ার এরাবিয়ার একটি বিমানে (জি৯৮৯১) জাহাঙ্গীর আলম (পাসপোর্ট ১৩১৬৫০৭) পাকিস্তান থেকে শাহ আমানতে অবতরণ করেন। গ্রীন চ্যানেল পাড় হওয়ার সময় শুল্ক গোয়েন্দা বিভাগের সদস্যরা সন্দেহজনকভাবে তাকে আটক করে। পরে তল্লাশী চালিয়ে জুতার ভেতর থেকে ওই স্বর্ণসহ তাকে আটক করা হয়। এঘটনায় আটককৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

জেইউ/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।