পুলিশের উচ্চ পর্যায়ের ২৮ কর্মকর্তাকে বদলি


প্রকাশিত: ০৫:০৫ পিএম, ১৪ আগস্ট ২০১৪

সারা দেশে পুলিশের বিভিন্ন পদমার্যাদার ২৮ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার রাতে পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ আদেশ জারি করা হয়।

মেহেরপুর পুলিশ সুপার (এসপি) একেএম নাহিদুল ইসলামকে রাজশাহী মহানগর পুলিশের উপ-কমিশনার পদে, কুড়িগ্রামের এসপি সঞ্জয় কুমার কুন্ডুকে চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার পদে, কুষ্টিয়ার এসপি মফিজ উদ্দিন আহম্মেদকে ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার, জয়পুরহাটের এসপি মো: হামিদুল আলমকে মেহেরপুরের এসপি হিসেবে, রাজশাহী মহানগর পুলিশের উপ-কমিশনার প্রলয় চিসিমকে কুষ্টিয়ার এসপি, চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার মো: মাহমুদুর রহমানকে সিলেটের এসপি, ডিএমপির উপ-কমিশনার মো: শাহ আবিদ হোসেনকে পিরোজপুরের এসপি, কক্সবাজারের এসপি মো: আজাদ মিয়াকে এসবির বিশেষ পুলিশ সুপার, ঠাকুরগাঁয়ের এসপি ফয়সাল মাহমুদকে সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার পদে, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এসপি মোহাম্মদ তবারক উল্লাহকে কুড়িগ্রামের এসপি হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়াও রাজবাড়ীর এসপি মো: রেজাউল হককে ফেনীর এসপি, পুলিশ সদর দফতরের এআইজি তাপতুন নাসরীনকে রাজবাড়ীর এসপি পদে, ফেনীর এসপি পরিতোষ ঘোষকে চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার পদে, গাজীপুরের এসপি মো. আব্দুল বাতেনকে ডিএমপির উপ-কমিশনার পদে, খুলনা মহানগর পুলিশের সাবেক উপ-কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলীকে বরগুনার এসপি, হবিগঞ্জের এসপি মোহাম্মদ কামরুল আমিনকে চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার পদে, ডিএমপির উপ-কমিশনার মোল্লা জাহাঙ্গীর হোসেনকে খুলনা মহানগর পুলিশের উপ-কমিশনার পদে, এসবি’র এসপি বিপ্লব বিজয় তালুকদারকে মুন্সীগঞ্জের এসপি, ডিএমপি’র উপ-কমিশনার মো. হারুন অর রশিদকে গাজীপুরের এসপি, সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার এজাজ আহমেদকে এসবি’র বিশেষ পুলিশ সুপার, এসবির বিশেষ এসপি মো. আব্দুল কাদেরকে নড়াইলের এসপি, পিরোজ পুরের এসপি এস এম আখতারুজ্জামানকে ডিএমপি’র উপ-কমিশনার, ডিএমপির উপ-কমিশনার জয়দেব কুমার ভদ্রকে হবিগঞ্জের এসপি, ডিএমপি’র উপ-কমিশনার মো. আবু কালার সিদ্দিককে জয়পুর হাটের এসপি, এসবি’র বিশেষ এসপি আব্দুর রহিম শাহ চৌধুরীকে ঠাকুরগাও’র এসপি, বরগুনার এসপি শ্যামল কুমার নাথকে কক্সবাজারের এসপি, ডিএমপি’র উপ-কমিশনার মোল্লর নারুল ইসলামকে বরিশাল মহানগর পুলিশের উপ-কমিশনার ও রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমানকে পটুয়াখালীর পুলিশ সুপার হিসেবে পদোন্নতি দিয়ে বদলি করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।