স্বচরিত্রেই ধারাবাহিকে মৌসুমী
চ্যানেল আইয়ের একটি ধারাবাহিক নাটকে অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়িকা মৌসুমী। ‘শুন্য জীবন’ নামের এ নাটকে তাকে দেখা যাবে চিত্রনায়িকা মৌসুমী চরিত্রেই।
নারী উদ্যোক্তা কনা রেজার গল্প অবলম্বনে নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মেহেদী বিন আশরাফ। পরিচালক জানালেন, মৌসুমীর অভিনীত পর্বগুলোর প্রচার শুরু হবে শিগগিরই। এ ছাড়াও নাটকটিতে বিশেষ চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন।
‘শুন্য জীবন’ নাটকে অভিনয় করছেন রওনক হাসান, হিল্লোল, প্রাণ রায়, সাজু খাদেম, নওশাবা, স্বাগতা, মৌসুমী নাগ, অর্ষা, আলভী, ড. ইনামূল হক, কচি খন্দকার, ম.ম. মোর্শেদ, তারিক স্বপন, মিলন ভট্টাচার্য্য প্রমুখ। সপ্তাহের প্রতি বুধ ও বৃহস্পতিবার রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হচ্ছে ‘শুন্য জীবন’।
এলএ/আরআইপি