সাভারে সমাহিত হবেন সেলিম আল দীনের স্ত্রী


প্রকাশিত: ০৭:৪০ এএম, ১০ জানুয়ারি ২০১৭

আর কখনো নাট্যকার স্বামীকে নিয়ে বলবেন না কোনো স্মৃতি জাগানিয়া কথা। কখনোই আর ফুল হাতে দেখা যাবে না তাকে স্বামীর সমাধির পাশে। জীবনের সকল মায়া কাটিয়ে না ফেরার দেশে চলে গেলেন নাট্যাচার্য সেলিম আল দীনের সহধর্মিনী বেগমজাদী মেহেরুন্নেসা পারুল। আজ মঙ্গলবার সকাল ৮টায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

নাট্যজন নাসিরউদ্দিন ইউসূফ বাচ্চু ছিলেন নাট্যাচার্য সেলিম আল দীনের দীর্ঘদিনের বন্ধু ও সহযোদ্ধা। তাদের মধ্যে পারিবারিক সম্পর্কও বিরাজমান ছিলো। সেই সূত্রে খুব ঘনিষ্ঠভাবে মিশেছিলেন দুই বন্ধুর স্ত্রী বেগমজাদী মেহেরুন্নেসা পারুল ও জনপ্রিয় মঞ্চাভিনেত্রী ও সংগীতশিল্পী শিমুল ইউসুফ। প্রিয়জনের মৃত্যুতে তাই গভীর শোকাহত শিমুল ইউসুফ। তিনি নিজেও অনেকদিন ধরে অসুস্থ। কোমরের হাড়ক্ষয়জনিত কারণে চিকিৎসা নিয়েছেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। তার ভিড়ে বেগমজাদী মেহেরুন্নেসা পারুলের চলে যাওয়া তাকে শোকে আচ্ছন্ন করে রেখেছে।

শিমুল ইউসুফ জাগো নিউজকে জানান, ‘২০০৮ সালের এই জানুয়ারি মাসের ১৪ তারিখ আর না ফেরার দেশে পাড়ি দেন নাট্যাচার্য সেলিম আল দীন। তার স্ত্রীও চিরবিদায়ের জন্য বেছে নিলেন এই মাসটিকেই। ব্যবধান কেবল ৯টি বছরের, চারটি দিনের। পারুল ভাবীর আত্মা শান্তিতে থাকুক এই প্রার্থনা করি।’

তিনি আরো জানালেন, আজ মঙ্গলবার আসরের নামাজের পর জাহঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বেগমজাদী মেহেরুন্নেসা পারুলের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

এদিকে বেগমজাদী মেহেরুন্নেসা পারুলের ভাই কামরুল ইসলাম নিশ্চিত করে জানান, ‘মঙ্গলবার বাদ আসর জাহঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। সেখান থেকে তাকে অরুণাপল্লী আবাসিক সোসাইটিতে দাফন করা হবে। সেখানেও আরেক দফা জানাজা অনুষ্ঠিত হবার সম্ভাবনা রয়েছে।’

সেলিম আল দীন ১৯৭৪ সালে বেগমজাদী মেহেরুন্নেসার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। দীর্ঘ পথচলায় তারা ছিলেন একে অপরের পরিপূরক। পারুল পেশাগত জীবনে ছিলেন কলেজ শিক্ষক। পরম ভালোবাসায় অাগলে রেখেছিলেন সেলিম অাল দীনকে।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।