মিউজিক ভিডিও নিয়ে রানা


প্রকাশিত: ০৯:৩৬ এএম, ১৮ মার্চ ২০১৫

ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতা থেকে উঠে আসা তরুণ প্রতিভাবান শিল্পী এইচ এম রানা আবারো সরব হচ্ছেন গানের ভুবনে। আজকাল নিয়মিতই গান করছেন। মাঝে পড়াশুনার জন্য আমেরিকায় কেটেছে তার সময়।

দেশে ফিরে তার কণ্ঠ দিচ্ছেন গানে। তারই একটি গানের মিউজিক ভিডিওতে অংশ নিলেন সম্প্রতি। গানের শিরোনাম ‘অন্তর ঠিকানায়’। এতে তার সঙ্গে আরো দেখা যাবে জীবন আহমেদ ও নাজিয়া বেনজির লিখিকে।

গানটির মিউজিক ভিডিও প্রসঙ্গে এইচ এম রানা বলেন, ‘কিছু স্বপ্ন’ নামের অ্যালবামে গানটি গত বিশ্ব ভালবাসা দিবসে ঈগল মিউজিকের ব্যানারে বাজারে আসে। গানের কথা গুলো বেশ সুন্দর। গানটি করে ভালো সাড়া পেয়েছি। আশা করি এর ভিডিওটিও ভালো লাগবে সবার।’

গানটি লেখার পাশাপাশি মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন জিয়াউদ্দিন আলম। গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন রেজওয়ান শেখ।

পরিচালক জানালেন, গুলশান স্টেক হাউজ চাইনিজ রেষ্টুরেন্ট, উত্তরা দিয়া বাড়ি ও হাতিরঝিলসহ রাজধানীর বেশ কিছু জায়গায় ১৭ মার্চ এর দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে।

একুশে টেলিভিশনে ২১ মার্চ সকালের ‘গল্প স্বল্প গান’ অনুষ্ঠানে মিউজিক ভিডিওটি প্রচার হবে বলে জানালেন পরিচালক জিয়াউদ্দিন আলম।

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।